নারী যাত্রীকে শ্লীলতাহানির চেষ্টা, অভিযুক্ত মাহেন্দ্র চালক গ্রেফতার

বরিশালে নারী যাত্রীকে শ্লীলতাহানি চেষ্টার অভিযুক্ত মাহেন্দ্র চালককে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (৭ জুলাই) লাকুটিয়া সড়কের ঝরঝরিয়া তলা বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মাহেন্দ্র চালক আলামিন (২২) কাশীপুরের বিহঙ্গল নামক এলাকার আব্দুল কালাম ও তাসলিমা বেগম দম্পতির ছেলে। অভিযুক্তকে আদালতে সোপর্দ করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে গণমাধ্যমে প্রেরিত খবর বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
জানা গেছে, বুধবার (৭ জুলাই) সকাল সাড়ে ১০ টার দিকে বরিশালে চিকিৎসাধীন শাশুড়ির জন্য জরুরি প্রয়োজনে টাকা দিয়ে আসতে বাবুগঞ্জ কলেজগেট থেকে বরিশালের উদ্দেশে যাত্রীবিহীন মাহেন্দ্র রিজার্ভ করেন ওই নারী। পথিমধ্যে বাঁশগাড়ি তালতলা নামক স্থানে চালক আলামিন গাড়ি থামিয়ে প্রকৃতির ডাকে সাড়া দেয়ার কথা বলে নেমে যায়।
পরে বৃষ্টির অজুহাতে গাড়ির দু'পাশের পর্দা আটকানোর কথা বলে গাড়ির ভেতরে প্রবেশ করে এবং গৃহবধূকে শ্লীলতাহানির চেষ্টা চালায়। ভুক্তভোগী নারী সাহায্যের জন্য চিৎকার দিলে আলামিন তার মুখে কাপড় গুঁজে দেয়।
একপর্যায়ে গৃহবধূ ধাক্কা দিয়ে আলামিনকে ফেলে দিয়ে রাস্তায় নেমে চিৎকার শুরু করেন। এসময় চালক আলামিন মাহেন্দ্র নিয়ে দ্রুতবেগে পালিয়ে যায়। এঘটনায় ভুক্তভোগী গৃহবধূ থানায় অভিযোগ দায়ের করেন।
পরবর্তীতে সংশ্লিষ্ট এলাকায় কর্তব্যরত এএসআই কামাল উদ্দিন সহ অন্যান্য পুলিশ সদস্যরা ঘটনার মাত্র সাড়ে ৫ ঘণ্টার ব্যবধানে ঘটনার দিনই বিকেল ৪ টার দিকে ঝরঝরিয়া তলা বাজার থেকে আলামিনকে গ্রেফতার করেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত আলামিন ঘটনার সত্যতা স্বীকার করেছে। তাকে যথাযথ আইনি প্রক্রিয়ায় আদালতে সোপর্দ করেছে পুলিশ।
এমবি