আগৈলঝাড়ায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তির আত্মহত্যার চেষ্টা

বরিশালের আগৈলঝাড়ায় মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তির বিষপানে আত্মহত্যার চেষ্টা করেছেন। মুমূর্ষু অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
জানা গেছে, বৃহস্পতিবার রাত দশটায় উপজেলার গৈলা ইউনিয়নের পশ্চিম সুজনকাঠি গ্রামের সুনিল রাজ বল্লভের ছেলে ২ সন্তানের জনক মানসিক ভারসাম্যহীন মুকুল রাজ বল্লভ (৩০) ঘরে থাকা কীটনাশক পান করেন। এসময় পরিবারের লোকজন মুকুল রাজ বল্লভকে মুমূর্ষু অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে ভর্তি করেন।
মৃতের পিতা সুনিল রাজ বল্লভ জানান, মুকুল প্রায় ৭/৮ বছর যাবৎ মানসিক ভারসাম্যহীন ছিলেন। তাকে পাবনা মানসিক হাসপাতালসহ বিভিন্ন জায়গায় চিকিৎসা করানো হয়েছে। তিনি উপজেলা সদরের একটি সেলুনে কাজ করতেন।
মুকুলের স্ত্রী জোসনা বল্লভ জানান, বৃহস্পতিবার সন্ধ্যার পর আমার ছেলে শুভদিপ বল্লভকে (৬) তাঁর পিতা মুকুল আটকে রেখে বাড়ি থেকে চলে যেতে চায়। আমি তখন তার কাছ থকে আমার ছেলেকে নিয়ে আসি। এরপর মুকুল রাতে ঘরে থাকা কীটনাশক পান করে অসুস্থ হয়ে পড়ে।
এব্যাপারে কর্তব্যরত চিকিৎসক ডাঃ হাফিজুর রহমান দিপু জানান, কীটনাশক পান করে আসা ব্যক্তি মানসিক ভারসাম্যহীন রোগী। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এমবি