বাবুগঞ্জে ভাগ্নিকে শ্লীলতাহানীর ঘটনায় বেদে সরদার গ্রেফতার

বরিশালের বাবুগঞ্জে ভাগ্নিকে শ্লীলতাহানীর ঘটনায় বেদে সরদার ও মামা শাহিন সরদারকে গ্রেফতার করেছে থানা পুলিশ। ঘটনাটি ঘটেছে গত ৬ জুলাই উপজেলার রহমতপুর ইউনিয়নের লামচর ক্ষুদ্রকাঠী বেদে পল্লীতে।
ভুক্তভোগী বেদে সম্প্রদায়ের কাছে বিচার চাইলে কোনো সুরাহা না পেয়ে বৃহস্পতিবার রাতে ভুক্তভোগী দুই সন্তানের জননী মোসাঃ মুক্তি বাদী হয়ে তার মামা শাহিন সরদারকে আসামী করে বাবুগঞ্জ থানায় মামলা দায়ের করেন। মামলা দায়ের করার পর ওই রাতেই পুলিশ অভিযুক্ত মামা শাহিন সরদার (৩৫) কে গ্রেফতার করেছে।
বাবুগঞ্জ থানার মামলা ও পরিবার সূত্রে জানা গেছে, বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের লামচর ক্ষুদ্রকাঠী গ্রামে (বেদে পল্লী) বাবার বাড়িতে ভুক্তভোগী দুই সন্তানের জননী ছেলে সন্তান ও স্বামীকে নিয়ে বসবাস করে আসছিলেন। তার মামা শাহিন সরদারও তাদের পাশের ঘরে থাকতেন। বেশ কিছুদিন থেকেই শাহিন সরদার ভাগ্নিকে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। গত ৬ জুলাই সকালে প্রতিদিনের ন্যায় তার স্বামী মোঃ তুহিন সরদার মজুরের কাজে বের হলে সেই সুযোগে বেদে সরদার শাহিন দুই সন্তানের জননী (ভাগ্নি) কে ধর্ষণের চেষ্টা করেন। এসময় দুই সন্তানের জননী ডাকচিৎকার দিলে বেদে সস্প্রদায়ের অন্যান্যরা ছুটে আসলে শাহিন পালিয়ে যান।
পরে বেদে সম্প্রদায়ের সরদারসহ স্থানীয়রা বিষয়টির কোনো সুরাহা করতে না পেরে আইনি সহায়তার কথা বলেন। তারই ধারাবাহিকতায় শ্লীলতাহানীর শিকার মোসাঃ মুক্তি বৃহস্পতিবার বাবুগঞ্জ থানায় মামা শাহিন সরদারকে আসামী করে থানায় মামলা দায়ের করেন। গ্রেফতারকৃত বেদে সরদার শাহিন লামচর ক্ষুদ্রকাঠী বেদে পল্লীর মোঃ মকের আলীর ছেলে।
বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাহাবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযুক্ত শাহিন সরদার কে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার গ্রেফতারকৃতকে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ৯(৪)(খ) ধারায় মামলা দিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে। মামলা নং-০৫।
এমবি