ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

Motobad news
শিরোনাম
  • জুলাই সনদ ঘোষণার দাবিতে বরিশালে ইসলামী ছাত্র আন্দোলনের বিক্ষোভ  বরিশালে গণঅধিকার সভাপতি নুরসহ ২৫ জনের বিরুদ্ধে মামলা আমতলীতে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হলেন ছাত্রদল নেতা  সাবেক এমপি শম্ভুর জমি ক্রোক ‍ও ১৬ ব্যাংক হিসাব ফ্রিজ পটুয়াখালীতে ২৩ বছর পর জেলা বিএনপির সম্মেলন, স্নেহাংশু সভাপতি ও মজিবুর সম্পাদক সাগরে ৩ নম্বর সতর্কসংকেত, সপ্তাহজুড়ে থেমে থেমে বৃষ্টির পূর্বাভাস ভোলায় স্বামীকে নির্যাতনের পর গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের মামলায় দুই আসামি  গ্রেফতার  বরিশালে গণসংহতি আন্দোলনের বিক্ষোভ সমাবেশ বামনায় ডেঙ্গু জ্বরের লক্ষণ প্রতিরোধ ও প্রতিকার বিষয়ক র‍্যালি  বরিশাল বিশ্ববিদ্যালয়ে ক্যারিয়ার কাউন্সেলিং ও মোটিভেশন বিষয়ক সেমিনার 
  • স্ট্র্যাপ খুললে আরও ভালো লাগবে : শ্রীলেখা কে ভক্ত

    স্ট্র্যাপ খুললে আরও ভালো লাগবে : শ্রীলেখা কে ভক্ত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সোশ্যাল মিডিয়ায় বরাবরই সক্রিয় অভিনেত্রী শ্রীলেখা মিত্র। ফেসবুক হোক কিংবা ইনস্টাগ্রাম, ছবি-স্ট্যাটাসের মাধ্যমে মাতিয়ে রাখেন ভক্তদের। সাহসী এ অভিনেত্রী খোলামেলা ছবি দিতেও কার্পণ্য করেন না। যার কারণে প্রচুর নিন্দাও সহ্য করতে হয় তাকে। এতে অবশ্য কিছু যায় আসে না শ্রীলেখার। কারণ তিনি সবসময় নিজের খেয়াল-খুশিতে চলেন।

    আবারও অনুসারীর কটূক্তি শুনতে হলো শ্রীলেখাকে। তবে এবার কোনো পুরুষ নয়, একজন নারীই তাকে খোঁচা মেরে মন্তব্য করেছেন। সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেন শ্রী। সেখানে দেখা যায়, তিনি ‘এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন’ গানটি গুনগুন করছেন। তার পরনে রয়েছে চিকন স্ট্র্যাপের একটি ফিনফিনে টপস।


    এই ভিডিওর নিচে একজন নারী কমেন্ট করেন, ‘স্ট্র্যাপটা খুলে ফেলো। আরও ভালো লাগবে। আরও ভালো শরীর শো-অফ হবে।’

    মন্তব্যটির তাৎক্ষনিক জবাব দিয়েছিলেন শ্রীলেখা। তিনি বলেছেন, ‘কেন বলুন তো? আপনার পরতে ইচ্ছে করছে বুঝি? কিন্তু পারছেন না। জ্বালাটা বুঝি।’

    এখানেই শেষ নয়। এই কমেন্টের স্ক্রিনশট নিয়ে আবার ফেসবুকেও পোস্ট দিয়েছেন শ্রীলেখা। সেখানে তিনি লিখেছেন, ‘মনস্তাত্ত্বিক বিশ্লেষণ সেভাবে করতে পারি না। তবে বোঝার মতো মন আছে। তাই এই ধরনের নারীর প্রতি সহানুভূতি রয়েছে আমার। এ কাজ শুধু পুরুষেরাই করে না।’

    প্রসঙ্গত, শ্রীলেখা বর্তমানে কাজ করছেন ‘ন্যায়’ নামের একটি সিনেমায়। যেখানে তাকে একজন রাজনীতিবিদের ভূমিকায় দেখা যাবে। সে চরিত্রটি অনেকটা ইন্দিরা গান্ধীর মতো বলে জানা গেছে। এছাড়া নিজের পরিচালনায় একটি সিনেমা নির্মাণের প্রস্তুতিও নিচ্ছেন এ অভিনেত্রী।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ