ঢাকা বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫

Motobad news
শিরোনাম
  • ফের বাংলাদেশের হাইকমিশনারকে তলব করলো ভারত অবৈধ পথে ইরানে প্রবেশ চেষ্টা, তীব্র শীতে ৪০ আফগান অভিবাসীর মৃত্যু রোজায় কৃত্রিম সংকট ঠেকাতে পৌনে ৫ কোটি লিটার ভোজ্যতেল কিনছে সরকার সন্ত্রাসীদের দৌড়ের ওপর রাখবেন, নইলে ওরা আপনাদের দৌড়ের ওপর রাখবে কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের সামনে ফের বিক্ষোভ, সংঘর্ষ নোয়াখালীতে দুই পক্ষের সংঘর্ষে নিহত ৫ মাথায় বালিশ ঠেকিয়ে গুলি, কাটা হতো পেট, এরপর ফেলে দেওয়া হতো নদীতে বিএনপির সঙ্গে সমঝোতা নয়, ৩০০ আসনে প্রার্থী দেবে গণঅধিকার পরিষদ যে ৫৭ দল অংশ নিতে পারে নির্বাচনে, কী তাদের প্রতীক আমরা এমন নির্বাচন চাই, যেখানে ভয় ও বাধা থাকবে না: প্রধান উপদেষ্টা
  • চলতি সপ্তাহেই আসছে আরও ২শ টন অক্সিজেন

    চলতি সপ্তাহেই আসছে আরও ২শ টন অক্সিজেন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    চলতি সপ্তাহেই দেশে আসবে আরও ২শ টন অক্সিজেন, জানিয়েছেন লিন্দে বাংলাদেশ এর গ্যাস শাখার সরবরাহ ব্যাবস্থাপক মো. খাররুম বিন আব্দুল কাইয়ুম মন্ডল।

    সোমবার(২৬ জুলাই)ভারত থেকে ট্রেনে আসা ২০০টন তরল অক্সিজেনের সিরাজগঞ্জ বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলওয়ে স্টেশনে খালাস শেষে তিনি সাংবাদিকদের একথা বলেন।

    এর আগে রবিবার (২৫ জুলাই) দুপুর পৌনে ১২টা থেকে শুরু হয় তরল অক্সিজেন ট্রেন থেকে সড়ক পথে পরিবহনের জন্য ট্যাংকলরিতে লোড করা। সর্বশেষ সোমবার বিকাল সাড়ে ৫টার দিকে সর্বশেষ দুটি ট্যাংকলরিতে ৪০টন অক্সিজেন নিয়ে যাওয়া হয়। এর আগে বিকাল ৩টা পর্যন্ত ৮টি ট্যাংকলরিতে ১৬০টন অক্সিজেন ট্রেন থেকে ট্যাংকলরিতে লোড করে নারায়ণগঞ্জের রূপগঞ্জ সেন্ট্রাল অক্সিজেন প্ল্যান্টের উদ্দেশ্যে ছেড়ে গেছে।

    সিরাজগঞ্জ বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলওয়ে স্টেশনে খালাস শেষে ভারত থেকে ট্রেনে আসা ২০০টন তরল অক্সিজেনের শেষ ট্যাংকলরিটিও এখন নারায়ণগঞ্জের পথে। বিকাল সাড়ে ৫টার দিকে শেষ ট্যাংকলরি দুটি বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলওয়ে স্টেশন থেকে সড়ক পথে সেন্ট্রাল অক্সিজেন প্ল্যান্টের উদ্দেশ্যে ছেড়ে গেছে।

    এদিকে খালাস শেষে ফিরে গেছে অক্সিজেনবাহী ট্রেন, চলে গেছে শেষ ট্যাংকলরিটিও।

    এছাড়াও সপ্তাহের শেষে রেলপথেই দেশে আসছে আরও ২০০টন তরল অক্সিজেন। যা এই বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলওয়ে স্টেশনেই এসে পৌঁছবে বলে জানিয়েছেন, লিন্দে বাংলাদেশ এর আন্তর্জাতিক সম্পর্ক ও প্রশাসন বিভাগের ব্যাবস্থাপক সুফিয়া আক্তার ওহাব ও গ্যাস শাখার সরবরাহ ব্যাবস্থাপক মো. খাররুম বিন আব্দুল কায়ুম মন্ডল।

    লিন্দে বাংলাদেশের আন্তর্জাতিক সম্পর্ক ও প্রশাসন বিভাগের ব্যাবস্থাপক সুফিয়া আক্তার ওহাব বলেন, গতকাল (রবিবার) বিকেল থেকে আজ বিকাল ৩টা নাগাদ ৮টি ট্যাংকলরিতে করে মোট ১৬০টন তরল অক্সিজেন নারায়নগঞ্জের রূপগঞ্জে অবস্থিত সেন্ট্রাল অক্সিজেন প্ল্যান্টের উদ্দেশ্যে ছেড়ে যায়। বাকি ৪০টন বিকেল সাড়ে ৫টার দিকে ছেড়ে গেছে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ