বেসামরিকদের কাছ থেকে অস্ত্র সংগ্রহ করছে তালেবান


আফগানিস্তানের রাজধানী কাবুল দখলের পর সেখানকার বেসামরিক মানুষের কাছ থেকে অস্ত্র সংগ্রহ করছে তালেবান যোদ্ধারা।
অস্ত্র সংগ্রহের কারণ হিসেবে তালেবানের পক্ষ থেকে বলা হচ্ছে, বেসামরিক মানুষের নিরাপত্তার জন্য এখন আর ব্যক্তিগত অস্ত্রের প্রয়োজন নেই। সোমবার (১৬ আগস্ট) তালেবানের পক্ষ থেকে প্রকাশিত এক বিবৃতিতে এসব তথ্য জানানো হয়েছে।
তালেবান যোদ্ধারা আরও বলছেন, আমরা বুঝতে পারছি সাধারণ মানুষ তাদের নিরাপত্তার জন্য অস্ত্র রেখেছে। কিন্তু তারা এখন সম্পূর্ণ নিরাপদ। আমরা এখানে কোনো নিরীহ মানুষকে ক্ষতি করার জন্য আসিনি।
নগর প্রেসিডেন্ট এবং মবি গ্রুপের পরিচালক সাদ মোহসিনা টুইট বার্তায় বলেন, তালেবান যোদ্ধারা আমার অফিসে নিরাপত্তা কর্মীদের কাছে এসেছিল অস্ত্রের খবর নেওয়ার জন্য।
সূত্র: রয়টার্স
এইচেকআর
