ঢাকা রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫

Motobad news

আশ্রয় দিলো না তাজিকিস্তান, কোথায় আছেন গনি?

আশ্রয় দিলো না তাজিকিস্তান, কোথায় আছেন গনি?
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

আফগানিস্তান ছেড়ে পালিয়ে তাজিকিস্তানে আশ্রয় নেয়ার চেষ্টা করেছিলেন আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট আশরাফ গনি। কিন্তু সেখানে আশ্রয় না পেয়ে বিমান ঘুরিয়ে ওমান পৌঁছেছেন তিনি। ওমান সরকার তাকে আশ্রয় দিতে রাজি হয়েছে কিনা, সেটা জানা যায়নি। তবে সোমবার ওমানেই রয়েছেন গনি। খবর ইন্ডিয়া টুডের।

একসময় মার্কিন নাগরিকত্ব ছিল গনির। ওমান থেকে তিনি যুক্তরাষ্ট্রে রওনা দিতে পারেন বলেও জানা গেছে। তবে ওমানে গনি একা নন তার সঙ্গে রয়েছেন আফগানিস্তানের সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হামিদুল্লা মোহিব। তালেবানের সামনে কখনও মাথা নত করবেন না বলে বার্তা দিলেও সদ্য সাবেক উপরাষ্ট্রপতি আমরুল্লা সালেহও তাজিকিস্তানেই রয়েছেন।


এদিকে আফগানিস্তানের আরেক সাবেক প্রেসিডেন্ট হামিদ কারজাই এখনও দেশেই রয়েছেন। আফগানিস্তানে পূর্ণ এবং সার্বিক সরকার গঠনের জন্য তালেবানের সঙ্গে সমঝোতা চালিয়ে যাচ্ছেন তিনি।

অন্যদিকে কাবুলে অবস্থিত রুশ দূতাবাস জানিয়েছে, চারটি গাড়ি ও একটি হেলিকপ্টার বোঝাই টাকা নিয়ে দেশ ছেড়ে পালিয়েছেন গনি। তারা বলছে, গাড়ি ও হেলিকপ্টারে আর জায়গা না থাকায় কিছু টাকা দেশে ফেলে যেতে বাধ্য হয়েছেন তিনি।

উল্লেখ্য, দীর্ঘদিন মার্কিন নাগরিক ছিলেন গনি। ২০১৪ সালে আফগানিস্তানের প্রেসিডেন্ট হওয়ার আগে সেই নাগরিকত্ব ত্যাগ করেন তিনি। তবে তার স্ত্রী এবং দুই সন্তান মার্কিন নাগরিক। তাই শেষ পর্যন্ত গনি যুক্তরাষ্ট্রেই আশ্রয় নিতে পারেন বলে মনে করা হচ্ছে।


এইচেকআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন