ঢাকা মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫

Motobad news

আলোচনার মাধ্যমে আফগানিস্তানে নতুন সরকার গঠনের আহ্বান নিরাপত্তা পরিষদের

আলোচনার মাধ্যমে আফগানিস্তানে নতুন সরকার গঠনের আহ্বান নিরাপত্তা পরিষদের
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

কাবুলের নিয়ন্ত্রণ তালেবানের হাতে চলে যাওয়ার পর আফগানিস্তানে আলোচনার মাধ্যমে নতুন সরকার গঠনের জন্য আহ্বান জানিয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ।


সোমবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদ এ আহ্বান জানায়। খবর রয়টার্সের।

নিরাপত্তা পরিষদ জানায়, আলোচনার মাধ্যমে নতুন সরকার হতে হবে ঐক্যবদ্ধ, অন্তর্ভূক্তিমূলক, প্রতিনিধিত্বমূলক এবং যেখানে নারীদের পূর্ণ, সমান ও অর্থবহ অংশগ্রহণ থাকবে।

ওই বৈঠকে আফগানিস্তানে অবিলম্বে সব প্রকার সহিংসতা এবং মানবাধিকার লঙ্ঘন বন্ধ করার আহ্বান জানিয়েছে ১৫ সদস্যের এই পরিষদ।

রোববার কাবুলের নিয়ন্ত্রণ নেয় তালেবান। এ সময় দেশ ছেড়ে পালিয়েছেন প্রেসিডেন্ট আশরাফ ঘানি। এখন দেশের দায়িত্ব বুঝে নেওয়ার অপেক্ষায় রয়েছে ২০ বছর আগে ২০০১ সালে যুক্তরাষ্ট্রের হামলায় ক্ষমতা হারানো তালেবান।


এইচেকআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন