ঢাকা রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫

Motobad news

না পালালে ল্যাম্পপোস্টে ঝুলিয়ে ফাঁসি দিতো তালেবান : আশরাফ

না পালালে ল্যাম্পপোস্টে ঝুলিয়ে ফাঁসি দিতো তালেবান : আশরাফ
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

আফগানিস্তানের পলাতক প্রেসিডেন্ট আশরাফ গনি দাবি করেছেন, দেশে থাকলে হয় তাকে পিটিয়ে মেরে ফেলতো তালেবান। অন্যথায় সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ নজিবুল্লাহর মতো পরিণতি হতো তার। ল্যাম্পপোস্টে ফাঁসিতে ঝুলিয়ে দিতো তালেবান।

আজ বুধবার রাতে সংযুক্ত আরব আমিরাতের অজ্ঞাত স্থান থেকে এক ভিডিও বার্তায় এ দাবি করেন তিনি। আশরাফ গনি বলেন, তিনি দেশত্যাগ করার পর তালেবান সদস্যরা প্রেসিডেন্ট প্রাসাদে ঢুকে তার সন্ধানে ‘প্রতিটি কক্ষে’ তল্লাশি চালিয়েছে। এর আগে তালেবান বলেছিল, আমি ক্ষমতায় থাকা অবস্থায় আফগান সংকটের কোনও শান্তিপূর্ণ সমাধান হবে না।

তিনি আরও দাবি করেন, ‘আমি এখন সংযুক্ত আরব আমিরাতে আছি। দেশ ছেড়েছি বলে রক্তপাত ও সংঘাত বন্ধ হয়েছে। এছাড়া নির্বাসনে থেকে যাওয়ার ইচ্ছা নেই। আফগানিস্তানে ফিরতে চাই, এ বিষয়ে আলাপ-আলোচনা চলছে। সূত্র : আল-জাজিরা ও বিবিসি।


এইচেকআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন