ঢাকা রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫

Motobad news

তালেবানকে হটিয়ে তিন জেলা দখলে নিল বিরোধীরা

তালেবানকে হটিয়ে তিন জেলা দখলে নিল বিরোধীরা
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

কয়েকদিন আগেই কাবুল দখলে নিয়েছে কট্টর ইসলামপন্থী গোষ্ঠী তালেবান। তবে গতকাল শুক্রবার তালেবান যোদ্ধাদের কাছ থেকে আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় প্রদেশ বাগলানের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ তিনটি জেলার নিয়ন্ত্রণ নিয়েছে তালেবানবিরোধীরা। ভয়েস অব আমেরিকার এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।

তালেবানবিরোধীদের হামলায় বানো, দেহ সালেহ ও পুল-ই-হিসার তালেবানের হাতছাড়া হয়েছে। স্তানীয় কমান্ডারদের বরাত দিয়ে এই তথ্য নিশ্চিত করেছে ওয়াশিংটন পোস্টও। তালেবানপন্থী একটি অ্যাকউন্ট থেকে করা টুইটে হামলায় ১৫ তালেবান যোদ্ধা নিহত ও আরো ১৫ জন আহত বলে জানানো হয়েছে। এমনটিই বলছে ভয়েস অব আমেরিকা।

তালেবানদের বিরুদ্ধে বিদ্রোহী হিসেবে আখ্যায়িত স্থানীয় কমান্ডার আবদুল হামিদ আন্দরাব থেকে এক ভিডিও বার্তায় জানিয়েছেন, তার বাহিনী পুরো বাগলান দখল করার প্রতিশ্রুতি দিয়ে নিকটবর্তী অন্য জেলার দিকে অগ্রসর হচ্ছে। 

এই ঘটনার পর তালেবানদের কোনো বক্তব্য পাওয় যায়নি। ভয়েস অব আমেরিকার পক্ষ থেকে অনুরোধ করা হলেও তালেবানের মুখপাত্র জাবিহউল্লাহ মুজাহিদ কোনো মন্তব্য করেননি। এর আগে গত কয়েকদিন আফগানিস্তানের বিভিন্ন শহরে ক্ষমতাচ্যুত সরকারের পতাকা হাতে তালেবানবিরোধী বিক্ষোভ দেখা গেছে। কোথাও কোথাও বিক্ষোভকারীরা তালেবানের পতাকাও ছিঁড়ে ফেলেছে।


এমবি
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন