সরকার গঠনে ‘শীর্ষ জঙ্গিদের’ সঙ্গে আলোচনায় বসছেন বারাদার


সরকার গঠন নিয়ে আলোচনার লক্ষ্যে শনিবার আফগানিস্তানের রাজধানী কাবুলে পৌঁছেছেন তালেবানের সহ প্রতিষ্ঠাতা মোল্লা আবদুল গনি বারাদার।
কাবুলে তালেবানের শীর্ষনেতাদের সাথে যুক্তরাষ্ট্রের মোস্ট ওয়ান্টেড তালিকায় ভুক্ত হাক্কানি নেটওয়ার্কের নেতা খলিল হাক্কানিকেও দেখা গেছে বলে গণমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে। খলিল হাক্কানির জন্য পঞ্চাশ লাখ ডলার পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র।
এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে তালেবানপন্থী বিভিন্ন পোস্টে খলিল হাক্কানির সাথে তালেবানের এক সময়কার প্রতিদ্বন্দ্বি গুলবুদ্দিন হেকমতিয়ারকেও দেখা গেছে।তালেবানের তাড়া খেয়ে ১৯৯৬ সালে কাবুল ছাড়তে বাধ্য হয়েছিলেন আশির দশকের রুশ বাহিনীর বিরুদ্ধে আফগান মুজাহেদিনদের গুরুত্বপূর্ণ একাংশের নেতা গুলবুদ্দিন হেকমতিয়ার। এখনো আফগানিস্তানের অভ্যন্তরীণ রাজনীতিতে তার যথেষ্ট প্রভাব রয়েছে।
বার্তা সংস্থা এএফপিকে তালেবানের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন,বারাদার সকলের অংশগ্রহণে একটি সরকার গঠনের উদ্দেশ্যে জিহাদি নেতা ও রাজনীতিবিদদের সঙ্গে বৈঠক করবেন।
বারাদার গত মঙ্গলবার কাতার থেকে আফগানিস্তানের দ্বিতীয় বৃহতম শহর কান্দাহারে পৌঁছান।
গত শুক্রবার তালেবানের নেতা সিরাজুদ্দিন হাক্কানির চাচা খলিল হাক্কানিকে কাবুলের একটি মসজিদে নামাজও পড়তে দেখা গেছে।
এদিকে, যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির কারণে সেপ্টেম্বরের আগে সরকার গঠন করবে না তালেবান। আফগানিস্তানের এক কর্মকর্তার বরাতে স্কাই নিউজ এ খবর জানিয়েছে।
যুক্তরাষ্ট্রের সঙ্গে মধ্যস্থতায় থাকায় তালেবান নেতা আনাস হাক্কানি সংবাদমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন দাবি করেন ওই আফগান কর্মকর্তা।
তিনি আরও বলেন, ৩১ আগস্ট পর্যন্ত তালেবানের কাছে সময় চেয়ে নিয়েছিল বাইডেন প্রশাসন। যাতে ওই সময়ের মধ্যে সব নাগরিককে সরিয়ে নিয়ে যেতে পারে তারা। ৩১ আগস্ট মার্কিনিদের প্রত্যাহার সম্পূর্ণ না হওয়া পর্যন্ত তালেবান কোনো পদক্ষেপ গ্রহণ করতে পারবে না বলে চুক্তিতে শর্ত রয়েছে।
এমবি
