পাকিস্তানের সিন্ধুতে নারীদের বিরুদ্ধে সহিংসতার ১০ হাজার অভিযোগ


পাকিস্তানের শুধু সিন্ধু প্রদেশেই এবছর নারীদের বিরুদ্ধে সহিংসতার ১০ হাজার অভিযোগ পাওয়া গেছে। শনিবার (২১ আগস্ট) একথা জানিয়েছে এএনআই নিউজ।
সিন্ধু ও পাঞ্জাবে নারী সুরক্ষা নিয়ে কাজ করা কর্মকর্তারা জানিয়েছেন, পাকিস্তান নারী ও তাদের অধিকারের জন্য একপ্রকার নরক।
প্রতিবেদনে বলা হয়েছে, শুধু পাঞ্জাব উইমেন হেল্পলাইনে এবছর চার হাজার ৬৪৯টি নারী সহিংসতার অভিযোগ এসেছে। পাকিস্তানের কেন্দ্রীয় মানবাধিকার মন্ত্রণালয় এই পরিসংখ্যান দিয়েছে। তথ্য অনুসারে জাতীয় টোল ফ্রি নাম্বারে যত অভিযোগ এসেছে তার বেশিরভাগই পারিবারিক বিরোধের সঙ্গে সম্পর্কিত। এরপরেই আছে কর্মক্ষেত্রে হয়রানি।
এমইউআর
