ঢাকা রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫

Motobad news

তালেবানের বিরুদ্ধে লড়েছিলেন তিন ভাই, বেঁচে আছেন শুধু বিউ ওয়াইজ

তালেবানের বিরুদ্ধে লড়েছিলেন তিন ভাই, বেঁচে আছেন শুধু বিউ ওয়াইজ
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

২০০০ সালে তালেবানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল যুক্তরাষ্ট্র। তালেবান নেতৃত্বাধীন সরকারকে উৎখাত করতে যুদ্ধটি শুরু হলেও সেই তালেবানই ২০ বছর পর ফের দেশটির ক্ষমতায়। চলতি বছরের এপ্রিলে প্রকাশিত একটি পরিসংখ্যানে দেখা যায়, এ যুদ্ধে এক লাখ ৭০ হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। প্রাণ হারিয়েছেন বহু মার্কিন সেনাও। যার মধ্যে আছে বিউ ওয়াইজের দুই ভাই জেরেমি ওয়াইজ ও বেঞ্জামিন ওয়াইজ। তারা তিন ভাই মার্কিন সামরিক বাহিনীর হয়ে আফগান যুদ্ধে অংশ নিয়েছিলেন। 

আফগানিস্তান থেকে বিউ ওয়াইজ জীবিত ফিরে আসতে পেরেছিলেন। বাকি দুই ভাই যুদ্ধে নিহত হন। আফগানিস্তানের উত্তরাঞ্চলে তালেবানের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছিলেন বেন ওয়াইজ। আর জেরেমি ওয়াইজ দক্ষিণ-পূর্বাঞ্চলের একটি এজেন্সি ঘাঁটিতে তালেবানের আত্মঘাতী বোমা বিস্ফোরণে নিহত হন। জেরেমি ওয়াইজ ছিলেন সাবেক মার্কিন নেভি সিলের সদস্য, যিনি পরবর্তীতে সিআইএ ঠিকাদার হন।


জেরেমি ওয়াইজ ও বেঞ্জামিন ওয়াইজের সমাধি

দ্য ওয়াশিংটন পোস্টকে দেওয়া সাক্ষাৎকারে বিউ ওয়াইজ বলেন, তালেবান আগের চেয়ে আরও শক্তিশালী। টেলিভিশন দেখে আমি আতঙ্কিত, কেবল যা ঘটেছে তা নয় বরং আগামীর পরিস্থিতি নিয়েও।’


এইচেকআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন