টানা ৮ বছরের সর্বোচ্চ করদাতা রাশেদুজ্জামান


ভোলায় এবারও সর্বোচ্চ করদাতা হয়েছেন জেলার অন্যতম ব্যবসায়ী রাশেদুজ্জামান পিটার। তিনি গত আট বছর ধরে ভোলা জেলার শ্রেষ্ঠ করদাতা হয়ে আসছেন।
দেশের বিভিন্ন জেলায় বর্তমানে প্রায় দুই হাজার কোটি টাকার সরকারি উন্নয়ন কাজ বাস্তবায়ন করছেন রাশেদুজ্জামান পিটার।
বুধবার ভোলা কর সার্কেল-১০ এর উপ-কর কমিশনার মো. আবদুল মজিদ জেলাভিত্তিক সর্বোচ্চ, দীর্ঘ সময়, নারী করদাতা এবং ৪০ বছরের কম বয়সী পুরুষ করদাতা সাতজনকে পুরস্কার প্রদান করেন ।
বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কারপ্রাপ্ত বাকিরা হলেন- মো. ইব্রাহীম খোকন, মো. গোলাম সরোয়ার, মোহাম্মদ আলী জিন্নাহ, মো. সানাউল্যাহ, মিসেস ফারজানা ও মো. মহসিন ।
এইচকেআর
