ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

Motobad news

শেষ হলো হজ ফ্লাইট, ৬০ হাজার যাত্রী পৌঁছেছে সৌদি

শেষ হলো হজ ফ্লাইট, ৬০ হাজার যাত্রী পৌঁছেছে সৌদি
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

দীর্ঘ একমাসেরও বেশি সময় ধরে চলা হজ ফ্লাইট শেষ হলো। মঙ্গলবার (৫ জুন) পর্যন্ত গত ৩২ দিনে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সসহ তিনটি এয়ারলাইন্সের মোট ১৬৫টি হজ ফ্লাইটে ৬০ হাজার ১৪৬ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন।

ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের আইটি হেল্পডেস্কের হজের প্রতিদিনের বুলেটিনের তথ্যানুযায়ী জানা যায় এসব তথ্য।

১৬৫টি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৮৭টি ফ্লাইটের মাধ্যমে ৩০ হাজার ৩৬৩ জন হজ যাত্রী সৌদি গেছেন। এছাড়া সৌদি এয়ারলাইন্স ৬৪টি ফ্লাইটের মাধ্যমে ২৩ হাজার ৯১৯ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ১৪টি ফ্লাইটের মাধ্যমে ৫ হাজার ৮৬৪ জন হজযাত্রী হজ পালনে সৌদি আরব পৌঁছেছেন।

এদিকে হজ পালনে গিয়ে মৃত্যু হয়েছে আরও এক বাংলাদেশির (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার (৬ জুলাই) রাত ২টায় প্রকাশিত এক হজ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে। এই নিয়ে এই বছর হজে গিয়ে এখন পর্যন্ত সর্বমোট ১৩ জন বাংলাদেশির মৃত্যু হলো। তাদের মধ্যে ৯ জন পুরুষ আর ৪ জন নারী।

আগামী ৮ জুলাই সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। হজ পালন শেষে আগামী ১৪ জুলাই বাংলাদেশি হাজিদের ফিরতি ফ্লাইট শুরু হবে, যা শেষ হবে ৪ আগস্ট।


এমইউআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন