ঢাকা সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫

Motobad news

বিএনপি আলেম-সমাজের পাশে ছিল; থাকবে: হাফিজ ইব্রাহিম 

বিএনপি আলেম-সমাজের পাশে ছিল; থাকবে: হাফিজ ইব্রাহিম 
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বিএনপির কেন্দ্রীয়  জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও  ভোলা- আসনে বিএনপি মনোনীত  সংসদ সদস্য প্রার্থী আলহাজ হাফিজ ইব্রাহিম বলেছেন, বিএনপি সবসময় আলেম-সমাজের পাশে ছিল। আলেমদের কল্যাণে কাজ করেছে।  ভবিষ্যতে  বিএনপি  জনগণের ভোটে ক্ষমতায় গেলে আলেম- সমাজের পাশে থাকবে। 

রোববার (২১ ডিসেম্বর) রাতে  দৌলতখান পৌরশহরের শহীদ মিনার চত্বরে দৌলতখান ওলামা ও আইম্মা ঐক্য পরিষদ আয়োজিত মহা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

সম্মেলনে দেশ-বিদেশের প্রখ্যাত আলেমগণ বক্তব্য রাখেন। ইসলামী মহা সম্মেলনে  উপজেলার বিভিন্ন কওমী মাদ্রাসার মোহতামিম,  শিক্ষক, শিক্ষার্থী ও ধর্মপ্রাণ মুসলমানরা উপস্থিত ছিলেন। 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন