ঢাকা বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫

Motobad news
শিরোনাম
  • ফের বাংলাদেশের হাইকমিশনারকে তলব করলো ভারত অবৈধ পথে ইরানে প্রবেশ চেষ্টা, তীব্র শীতে ৪০ আফগান অভিবাসীর মৃত্যু রোজায় কৃত্রিম সংকট ঠেকাতে পৌনে ৫ কোটি লিটার ভোজ্যতেল কিনছে সরকার সন্ত্রাসীদের দৌড়ের ওপর রাখবেন, নইলে ওরা আপনাদের দৌড়ের ওপর রাখবে কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের সামনে ফের বিক্ষোভ, সংঘর্ষ নোয়াখালীতে দুই পক্ষের সংঘর্ষে নিহত ৫ মাথায় বালিশ ঠেকিয়ে গুলি, কাটা হতো পেট, এরপর ফেলে দেওয়া হতো নদীতে বিএনপির সঙ্গে সমঝোতা নয়, ৩০০ আসনে প্রার্থী দেবে গণঅধিকার পরিষদ যে ৫৭ দল অংশ নিতে পারে নির্বাচনে, কী তাদের প্রতীক আমরা এমন নির্বাচন চাই, যেখানে ভয় ও বাধা থাকবে না: প্রধান উপদেষ্টা
  • শ্রীলঙ্কাতেই এশিয়া কাপের আসর বসছে

    শ্রীলঙ্কাতেই এশিয়া কাপের আসর বসছে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সকল শঙ্কা কাটিয়ে শেষ পর্যন্ত শ্রীলঙ্কাতেই বসতে চলেছে এবারের এশিয়া কাপের আসর। দেশটিতে এশিয়া কাপ হওয়া নিয়ে যে শঙ্কা তৈরি হয়েছিলো এখন কেটে গেছে সেটিও।

    বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন জানান, মূলত এসিসি (এশিয়ান ক্রিকেট কাউন্সিল) থেকেই এটি আসবে। এখন পর্যন্ত যা জানি- শ্রীলঙ্কাতেই আয়োজন করা হচ্ছে। ইতোমধ্যে অস্ট্রেলিয়া দল শ্রীলঙ্কা সফর করেছে। তাদের হোস্টিংয়ের চ্যালেঞ্জ হয়তো কাটিয়ে উঠেছে। আমরা আশা করছি নির্ধারিত সময়েই এশিয়া কাপ হবে।

    চলতি বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর থাকায় এবারের এশিয়া কাপও হতে চলেছে টি-টোয়েন্টি ফরম্যাটে। এবারের টুর্নামেন্টে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, আফগানিস্তানসহ আমন্ত্রিত আরও একটি দল অংশ নেবে।

    ৬ দল নিয়ে অনুষ্ঠিত হতে যাওয়া এবারের এশিয়া কাপ টুর্নামেন্ট মাঠে গড়ানোর জন্য এসিসিও আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে বলেই মনে করেন নিজামউদ্দিন চৌধুরী। তিনি বলেন, বাংলাদেশের সাথে ভারত-পাকিস্তানের মত হাই প্রোফাইল দলগুলোও যাবে এশিয়া কাপ খেলতে। তাই আমাদের চেয়েও এসিসিই এটা নিয়ে বেশি ভাবছে। আশা করি বিষয়টা তারা সেভাবেই সামাল দিবে।

    বিগত দুই বছর বিশ্বজুড়ে করোনা মহামারির কারণে এশিয়া কাপের আসর বসতে পারেনি। অবশেষে দুই বছর পর এবার বস্তে চলেছে এশিয়ার বিশ্বকাপ এশিয়ান শ্রেষ্ঠত্বের এই আসর।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ