ঢাকা বুধবার, ০২ জুলাই ২০২৫

Motobad news
শিরোনাম

ইন্দুরকানীতে প্রতিপক্ষের হামলায় শিক্ষক সহ আহত ২

ইন্দুরকানীতে প্রতিপক্ষের হামলায় শিক্ষক সহ আহত ২
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

ইন্দুরকানীতে সীমানার বেড়া কেটে  জমি দখল  বাধা দিলে প্রতিপক্ষের হামলায় শিক্ষক সহ দুইজন আহত হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার উত্তর বালিপাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে।

আহতদের উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন মোড়েলগঞ্জ উপজেলার হোগলাবুনিয়া গ্রামের শিক্ষক সাইফুল্লাহ ও তার খালাত ভাই ইন্দুরকানী উপজেলার ভবানীপুর গ্রামের মেহেদী হাসান। 

জানা যায়, উপজেলার উত্তর বালিপাড়া গ্রামে শিক্ষক সাইফুল্লাহদের  থাকা বিরোধীয় জমি শালিশ বৈঠকে তারা পায়। কিন্তু বৈঠকের সিদ্ধান্ত না মেনে প্রতিপক্ষ নুরুল ইসলাম কবিরাজ,তার স্ত্রী রওশনআরা, ভাই ইয়াছিন কবিরাজ ও তার ছেলে দাও ও লাঠি নিয়ে জমি দখল করতে সীমানা বেড়া কাটতে যায়। তখন শিক্ষক সাইফুল্লাহ ওতার খালাত ভাই বাধা দিলে তাদেরকে পিটিয়ে কুপিয়ে আহত করে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে দাও ও লাঠি উদ্ধার করে। এ বিষয় আহত শিক্ষক সাইফুল্লাহ বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ করেন।

ইন্দুরকানী থানার ওসি মো. এনামুল হক জানান, জমি নিয়ে বিরোধের ঘটনায় হামলায় লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে  ব্যবস্থা নেয়া হবে।


এএজে
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ