ঢাকা বুধবার, ০২ জুলাই ২০২৫

Motobad news
শিরোনাম

বিএম কলেজে যোগ দিলেন ড. এএস কাইয়ুম উদ্দিন আহম্মেদ 

বিএম কলেজে যোগ দিলেন ড. এএস কাইয়ুম উদ্দিন আহম্মেদ 
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের উপাধ্যক্ষ পদে যোগদান করেছেন অধ্যাপক ড. এএস কাইয়ুম উদ্দিন আহম্মেদ। বৃহস্পতিবার বিকাল ৪টায় ব্রজমোহন কলেজ অধ্যক্ষর কক্ষে শিক্ষক নেতা ও ছাত্রলীগ নেতাকর্মীদের উপস্থিতিতে তিনি যোগদান করেন।

‍এর ‍আগে বিগত ২০ দিন পূর্বে বিএম কলেজের উপাধ্যক্ষ পদে তাকে নিযুক্ত করা হরে দায়িত্ব গ্রহনের ‍আদেশ দেয় শিক্ষা মন্ত্রণালয়। ‍এ.এস কাইয়ুম ‍উদ্দিন ‍এর ‍আগে একই কলেজের ইতিহাস বিভাগের প্রধান হিসেবে কর্মরত ছিলেন।

ব্রজমোহন কলেজের অধ্যক্ষ ড. গোলাম কিবরিয়া বলেন, দেরি হলেও উপাধ্যক্ষ পদে  যোগদান করেছেন কাইয়ুম উদ্দিন। ‍এসময় শিক্ষক ‍এবং শিক্ষার্থীরা তাকে ফুল দিয়ে বরণ করে নিয়েছেন।

তার যোগদানের সময় কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক আলামিন সরোয়ার, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহিম সরদার, বরিশাল জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আতিকউল্লাহ মুনিম সহ অনেকে উপস্থিত ছিলেন।


এমবি
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ