ঢাকা সোমবার, ০৫ জানুয়ারী ২০২৬

Motobad news

ঝালকাঠিতে সেজদারত অবস্থায় মুসল্লির মৃত্যু

ঝালকাঠিতে সেজদারত অবস্থায় মুসল্লির মৃত্যু
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

ঝালকাঠির নলছিটি উপজেলায় এশার নামাজের সময় সেজদারত অবস্থায় আবুল হোসেন তালুকদার (৬৫) নামের এক মুসল্লির মৃত্যু হয়েছে।

শনিবার (৩ জানুয়ারি) রাতে কুমারখালি বাজার মসজিদে এশার নামাজ আদায় করতে গিয়ে সেজদার মধ্যে হঠাৎ নিথর হয়ে পড়েন তিনি। নামাজ শেষে মুসল্লিরা তাকে সাড়া দিতে না দেখে কাছে গিয়ে বুঝতে পারেন, তিনি ইতোমধ্যেই ইন্তেকাল করেছেন।

রোববার (৪ জানুয়ারি) বেলা ১১টায় জানাজা নামাজ শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাজার সময় এলাকায় শোকের পরিবেশ তৈরি হয়, অনেক মুসল্লি ও স্বজনকে আবেগাপ্লুত হতে দেখা যায়।

নিহত আবুল হোসেন তালুকদার নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নের তিমিরকাঠি গ্রামের বাসিন্দা এবং মৃত আব্দুল মন্নান তালুকদারের ছেলে। জীবিকা নির্বাহের জন্য তিনি দীর্ঘদিন ধরে কৃষিকাজ করে আসছিলেন।

পরিবার সূত্রে জানা যায়, মৃত্যুর দিন শনিবার তিনি সারাদিন ধান কাটার কাজে ব্যস্ত ছিলেন। মাগরিবের নামাজ বাড়িতে আদায় করে বাজারের প্রয়োজনীয় কেনাকাটার উদ্দেশ্যে কুমারখালি বাজারে যান। এরপর এশার নামাজ পড়তে মসজিদে ঢুকেই আল্লাহর দরবারে সেজদারত অবস্থায় মৃত্যুবরণ করেন।

তার চাচাতো ভাই সাইফুল ইসলাম তালুকদার বলেন, আল্লাহ যেভাবে তাকে নিয়েছেন, তা সত্যিই সৌভাগ্যের। ইবাদতের মধ্যেই তার দুনিয়ার সফর শেষ হয়েছে।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, আবুল হোসেন ছিলেন সৎ, শান্ত স্বভাবের ও ধর্মপ্রাণ একজন মানুষ। নিয়মিত নামাজ আদায় করতেন এবং এলাকায় একজন ভদ্র কৃষক হিসেবে পরিচিত ছিলেন।তার ইন্তেকালে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। অনেকেই এই মৃত্যুকে একজন ধর্মপ্রাণ মানুষের জন্য মর্যাদাপূর্ণ পরিণতি হিসেবে দেখছেন এবং মহান আল্লাহর কাছে তার মাগফিরাত কামনা করছেন।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন