ঢাকা বুধবার, ০২ জুলাই ২০২৫

Motobad news
শিরোনাম

৪ ওভারে ৮ রান দিয়ে ২ উইকেট নিলেন সাকিব

৪ ওভারে ৮ রান দিয়ে ২ উইকেট নিলেন সাকিব
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

আগামী ৯ এপ্রিল শুরু হবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের আসন্ন মৌসুম। আইপিএলে এবার নিজের পুরনো দল কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলবেন সাকিব আল হাসান। কেকেআরের প্রথম ম্যাচ আগামী ১১ এপ্রিল, সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে। মূল মঞ্চে নামার আগে আজ (বুধবার) তৃতীয় প্রস্তুতি ম্যাচ খেলতে নামে কলকাতার ক্রিকেটাররা। নিজেদের মধ্যে ভাগ হয়ে খেলা এ ম্যাচে ব্যাট-বলে আলো ছড়িয়েছেন টাইগার অলরাউন্ডার।

এদিন নিতীশ রানা ও বেন কাটিংয়ের নেতৃত্বে গা গরম ম্যাচ খেলতে নামেন সাকিব, হরভজন সিংরা। সাকিবের গোল্ড দলের নেতৃত্ব দেন রানা, পার্পেল দলের অধিনায়কের দায়িত্ব সামলান বেন কাটিং। ম্যাচে পার্পেল দল আগে ব্যাটিং করে একেবারেই সুবিধা করতে পারেনি। গুটিয়ে গেছে মাত্র ১১৩ রানে। 

গোল্ড দলের সাকিব, রানা, মাভিদের বোলিং তোপের সামনে দাঁড়াতেই পারেননি টিম সেইফার্ট, রাহুল ত্রিপাটি, গুরকিরাত মানরা। ম্যাচে চার ওভার হাত ঘুরিয়ে মোটে ৮ রান দেন সাকিব। ১ ওভার মেইডেনের সঙ্গে তুলে নেন ২ উইকেট। নিজের দ্বিতীয় ওভারে ফেরান ওপেনার সেইফার্টকে। চতুর্থ ওভারে সাকিবের শিকার পবন নেগি। এছাড়াও তৃতীয় ওভারে কাটিংকে রান আউট করেন সাকিব। ২৪টি বলের মধ্যে ১৯টি বলই ডট দেন তিনি।

এরপর ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালোই করেছিলেন সাকিব। তবে থিতু হতে পারেননি। সমান একটি করে বাউন্ডারি আর ওভার বাউন্ডারির সাহায্যে ১০ বলে ১৭ রান করেন বাংলাদেশি অলরাউন্ডার।

টিম গোল্ড: নীতিশ রানা (অধিনায়ক), ভেঙ্কেটেশ আইয়ার, কারুন নায়ার, সাকিব আল হাসান, আন্দ্রে রাসেল, দীনেশ কার্তিক, শিভাম মাভি, কমলেশ নাগরকোটি, সুনীল নারিন, ওয়ারিয়ার এবং একজন নেট বোলার।

টিম পার্পল: টিম সেইফার্ট, রাহুল ত্রিপাটি, গুরকিরাত মান, শেলডন জ্যাকসন, বেন কাটিং, পবন নেগি,  হরভজন সিং, বরুণ চক্রবর্তী, প্রসিধ কৃষ্ণা, ভৈবব অরোরা এবং একজন নেট বোলার।

আইপিএলে এখন অবধি দুইবার ট্রফি উঁচিয়ে ধরেছে কলকাতা নাইট রাইডার্স। ২০১২ ও ২০১৪ দুই মৌসুমেই দলে ছিলেন সাকিব। এবারও ট্রফি জয়ের মিশনেই প্রস্তুতি নিচ্ছে বলিউড কিং শাহরুখ খানের দল। ১১ এপ্রিল সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ম্যাচ দিয়ে আইপিএল মিশন শুরু হবে কলকাতার।


/ইই
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ