ঢাকা বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫

Motobad news
শিরোনাম
  • ফের বাংলাদেশের হাইকমিশনারকে তলব করলো ভারত অবৈধ পথে ইরানে প্রবেশ চেষ্টা, তীব্র শীতে ৪০ আফগান অভিবাসীর মৃত্যু রোজায় কৃত্রিম সংকট ঠেকাতে পৌনে ৫ কোটি লিটার ভোজ্যতেল কিনছে সরকার সন্ত্রাসীদের দৌড়ের ওপর রাখবেন, নইলে ওরা আপনাদের দৌড়ের ওপর রাখবে কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের সামনে ফের বিক্ষোভ, সংঘর্ষ নোয়াখালীতে দুই পক্ষের সংঘর্ষে নিহত ৫ মাথায় বালিশ ঠেকিয়ে গুলি, কাটা হতো পেট, এরপর ফেলে দেওয়া হতো নদীতে বিএনপির সঙ্গে সমঝোতা নয়, ৩০০ আসনে প্রার্থী দেবে গণঅধিকার পরিষদ যে ৫৭ দল অংশ নিতে পারে নির্বাচনে, কী তাদের প্রতীক আমরা এমন নির্বাচন চাই, যেখানে ভয় ও বাধা থাকবে না: প্রধান উপদেষ্টা
  • ফ্লোরিডায় প্লেন বিধ্বস্ত হয়ে নিহত ২

    ফ্লোরিডায় প্লেন বিধ্বস্ত হয়ে নিহত ২
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে একটি ব্যক্তিগত প্লেন বিধ্বস্ত হয়েছে। প্লেনের ইঞ্জিনে ত্রুটির কারণে ঘটনাটি ঘটে। স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, প্লেন বিধ্বস্ত হয়ে দুজন নিহত হয়েছেন। প্লেনটি হাইওয়েতে বিধ্বস্ত হয়।

    প্লেনটি ওহাইও স্টেট ইউনিভার্সিটি এয়ারপোর্ট থেকে যাত্রা করেছিল।

    ফেডারেল বিমান চলাচল সংস্থা এ তথ্য নিশ্চিত করেছে। এক বিবৃতিতে সংস্থাটি জানায়, প্লেনটি বোম্বার্ডিয়ার চ্যালেঞ্জার ৬০০ মডেলের। ঘটনার সময় সেটিতে ছয় আরোহী ছিল। নেপলেস নামে ছোট একটি শহরের কাছে স্থানীয় সময় বেলা ৩টা ১৫ মিনিটে প্লেনটি বিধ্বস্ত হয়।

    বিমানবন্দরের মুখপাত্র রবিন কিং এক বিবৃতিতে জানান, নেপলস মিউনিসিপ্যাল ​​এয়ারপোর্টে অবতরণের নির্ধারিত সময়ের দুই মিনিট আগে পাইলট এয়ার ট্রাফিক কন্ট্রোলকে জানান, তিনি প্লেনটির দুটি ইঞ্জিনের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছেন। প্লেনটিকে জরুরি অবতরণের অনুরোধ করেন। প্রায় সঙ্গে সঙ্গেই ট্রাফিক কন্ট্রোলার অবিলম্বে প্লেনটিকে অবতরণের ব্যবস্থা করেন। কিন্তু এ সময় পাইলট প্লেনটিকে রানওয়েতে অবতরণ করতে পারছেন বলে জানান।

    এরপর তিনি প্লেনটিকে ইন্টারস্টেট ৭৫ (হাইওয়ে) এ অবতরণ করানোর চেষ্টা করেন। পর মুহূর্তেেই বিস্ফোরণটি ঘটে। এ ঘটনায় ছয় আরোহীর মধ্যে তিনজন প্রাণে বেঁচে গেছেন। যে হাইওয়েতে প্লেনটি বিধ্বস্ত হয় সেটিতে কোনো গাড়ি সে সময় ছিল কিনা বা কোনো গাড়ির আঘাত পেয়েছিল কিনা সেটি তদন্ত করা হচ্ছে।

    ফেডারেল বিমান চলাচল কর্তৃপক্ষ ও ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ট এ ঘটনায় তদন্ত শুরু করেছে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ