ঢাকা শুক্রবার, ১৩ জুন ২০২৫

Motobad news
শিরোনাম
  • বরিশালে শেষ মুহূর্তে জমে উঠছে পশু বেচাকেনা কাউখালীতে ৫০ শয্যার হাসপাতাল পুনর্নির্মাণের দাবিতে মানববন্ধন জুলাই থেকে বিশেষ সুবিধা পাবেন সরকারি চাকরিজীবীরা, প্রজ্ঞাপন জারি কাউখালী হাসপাতালে দুস্থ রোগীদের মাঝে শুকনো খাবার বিতরণ ছেলের বিলাসী জীবনের ছবি ভাইরাল, আস্থাভোটে ক্ষমতাচ্যুত মঙ্গোলিয়ার প্রধানমন্ত্রী ঢাকা-বরিশাল মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ আহত ১৫ ফুসফুস ক্যানসারে পবিপ্রবি অধ্যাপকের মৃত্যু বরিশালে সাবেক কাউন্সিলর গ্রেফতার  তত্ত্বাবধায়ক সরকারের অধীনে শুধু জাতীয় নির্বাচন চায় বিএনপি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় ও স্থানীয় নির্বাচন চায় জামায়াত
  • তিতুমীর কলেজ শিক্ষার্থীদের আন্দোলন প্রত্যাহার

    তিতুমীর কলেজ শিক্ষার্থীদের আন্দোলন প্রত্যাহার
    ছবি: সংগৃহীত 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আগামী সাত দিনের মধ্যে তিতুমীর বিশ্ববিদ্যালয় ইস্যুতে সরকার পদক্ষেপ নেবে- এমন আশ্বাসে আন্দোলন প্রত্যাহার করেছেন কলেজটির শিক্ষার্থীরা।

    সোমবার (৩ ফেব্রুয়ারি) রাতে শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো. নুরুজ্জামান, কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. শিপ্রা রানী মণ্ডলের উপস্থিতিতে তারা আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেন। এসময় অধ্যক্ষ অনশনরত শিক্ষার্থীদের জুস পান করান শিক্ষকরা।

    বৈঠক থেকে বেরিয়ে শিক্ষার্থীরা বলেন, সরকার আগামী সাতদিনের মধ্যে সরকারি তিতুমীর কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ে রূপান্তরে দৃশ্যমান পদক্ষেপ নেবে- এমন আশ্বাস দিয়েছেন যুগ্মসচিব মো. নুরুজ্জামান। এর প্রেক্ষিতে আমরা আমরণ অনশন, অবরোধসহ সব কর্মসূচি প্রত্যাহার করে নিচ্ছি।

    তারা আরও বলেন, বৈঠকে আমরা বলেছি, আজকেও আমাদের অনেক শিক্ষার্থী আন্দোলনে অংশ নিয়েছেন। তারা পড়ালেখা করতে পারেননি। অথচ আগামীকাল সাত কলেজের অনার্সে একটি বর্ষের চূড়ান্ত পরীক্ষা রয়েছে। সেটি স্থগিত ঘোষণা দিতে হবে।অধ্যক্ষ বিষয়টি তার এখতিয়ারে নেই বলে আমাদের জানিয়েছেন। তারপরও বিষয়টি বিবেচনা করার জন্য আমরা কর্তৃপক্ষের কাছে অনুরোধ করছি।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ