ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

Motobad news

বরিশালে আত্মপ্রকাশ করলো সাংস্কৃতিক সংগঠন "আরোহন"

বরিশালে আত্মপ্রকাশ করলো সাংস্কৃতিক সংগঠন
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

'নতুন দিনের প্রত্যাশায়' স্লোগানকে সামনে রেখে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ এবং ২০২৪ সালের জুলাই বিপ্লবের চেতনায় উজ্জীবিত অরাজনৈতিক এবং প্রতিশ্রুতিশীল সাংস্কৃতিক সংগঠন হিসেবে আত্মপ্রকাশ করেছে সাংস্কৃতিক সংগঠন  "আরোহন"। একই সাথে ২৮ সদস্য বিশিষ্ট  আহবায়ক কমিটি প্রকাশ করেছে সংগঠনটি।

গতকাল ৪ জুলাই শুক্রবার বিকেল ৫ টায় বরিশাল জেলা শিল্পকলা একাডেমির একটি মহড়া কক্ষে এ সংগঠনের আহবায়ক কমিটি গঠন করা হয়।

উপস্থিত সদস্যদের কন্ঠ ভোটের মাধ্যমে গঠিত কমিটিতে শফিকুল ইসলাম সাগরকে আহবায়ক এবং লাবণ্য রহমানকে সদস্য সচিব নির্বাচন করা হয়। যুগ্ম আহবায়ক নির্বাচিত হয়েছেন  সাব্বির হোসেন সোহাগ, মোহন হোসেন, মাহমুদ-উন নবী এবং সুমি হক। যুগ্ম সদস্য সচিব হিসেবে নির্বাচিত হয়েছেন  রাকিবুল ইসলাম নোমান, চন্দ্রিমা বন্দোপাধ্যায় এবং সাব্বির হোসেন।

এছাড়াও ২৮ সদস্য বিশিষ্ট কমিটিতে সদস্য হিসেবে আছেন-  মেহেদী হাসান জাহিদ, জান্নাতুল প্রতিভা, আবদুর রহমান, সানভীর মাহমুদ, সফিকুর রহমান সুমন, হাসিবুল ইসলাম ইরান, জাহিদ আকন, সাইফুল ইসলাম অলী, নাহিদ ইসলাম, রোহান মোহাম্মদ অয়ন, কিশোর কুমার বালা, তানজিল আহমেদ, মাহফুজ নুসরাত মোনা, সজল হালদার, ইমাম হোসেন, ওবায়দুর রহমান বায়েজিদ, রোকনুজ্জামান রোকন, সানজিনা হোসাইন মিম, আল আয়মান প্রমুখ।

নবগঠিত কমিটির আহবায়ক শফিকুল ইসলাম সাগর বলেন, জুলাই গণঅভ্যুত্থানের চূড়ান্ত বিজয় ৫ই আগস্ট ২০২৪ সালে ফ্যাসিবাদের পতনের মধ্যদিয়ে অর্জন হয়। তার পরবর্তীতে সারাদেশে বিভিন্ন রকম সংস্কার হলেও দীর্ঘ একটি বছরে বরিশালের সাংস্কৃতিক অঙ্গনের তেমন কোনো  দৃশ্যমান পরিবর্তন দেখতে পাইনি এবং জুলাই চেতনাকে ধারণ করে এমন সাংস্কৃতিক সংগঠনও গড়ে ওঠেনি। যার ফলশ্রুতিতে, জুলাই বিপ্লবে শহীদ ও আহতদের ত্যাগের প্রতি সম্মান জানিয়ে এবং চেতনাকে ধারণ করতে সম্পূর্ণ অরাজনৈতিক একটি প্রতিশ্রুতিশীল সাংস্কৃতিক সংগঠন গড়ে তুলেছি। সাদাকে সাদা এবং কালোকে কালো বলার দৃঢ় প্রত্যয় নিয়ে নতুন দিনের প্রত্যাশায় এগিয়ে যাবো আমরা। 

সংগঠনের সিনিয়র যুগ্ম আহবায়ক সাব্বির হোসেন সোহাগ গণমাধ্যমকে বলেন, আগামীর সুন্দর বাংলাদেশ বিনির্মানে সাংস্কৃতিক অঙ্গনে দেশপ্রেমিক  সচেতন কর্মীদের ভূমিকা রাখা জরুরি। তাই আমরা আরোহন সাংস্কৃতিক সংগঠনটি গড়ে তুলেছি। 

সংগঠনটির সদস্য সচিব লাবণ্য রহমান বলেন, কিছু ভন্ড এবং দালালদের হাতে জিম্মি বরিশালের সাংস্কৃতিক অঙ্গন। যারা আগেও ছিলো এখনো আছে তাহলে পরিবর্তন টা  আসবে কিভাবে? তাই সব কিছু নতুন করে পরিশীলিত সাংস্কৃতিক কর্মী নিয়ে বরিশালে নতুন অধ্যায় রচনা করবে আমাদের আরোহন সাংস্কৃতিক সংগঠন। 

অন্যান্য সদস্যদের আলোচনায় উঠে আসে যে, শুধু নাচ গান করলেই হবে না সত্য ও ন্যায়ের পক্ষে সামাজিক ও সাংস্কৃতিক আন্দোলনের মাধ্যমে একটি সুন্দর বাংলাদেশ বিনির্মানে ভূমিকা পালন করতে হবে। 

বরিশালের এই নতুন সাংস্কৃতিক সংগঠন "আরোহন" তার নিজস্ব ভূমিকায় সারাদেশে একদিন সাংস্কৃতিক বিপ্লব ঘটাতে সক্ষম হবে বলে  আশাবাদ ব্যক্ত করেন "আরোহন" সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন