পটুয়াখালীতে ‘মুরগির খোপে থাকা’ সেই লালবড়ু বেগম আর নেই


পটুয়াখালী সদর উপজেলার লাউকাঠি ইউনিয়নে ‘মুরগির খোপে থাকা’ ভাইরাল সেই বৃদ্ধা লাল বড়ু বেগম আর নেই।
বুধবার (১৬ জুলাই) দুপুর ৩ টায় বড় ছেলে মোস্তফার ঘরে বসে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। লাল বড়ু বেগমের বড় ছেলে মোস্তফা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
দীর্ঘদিন ধরে নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন লাল বড়ু। জীবনের শেষ সময়টুকু তিনি কাটিয়েছেন বড় ছেলে মোস্তফার সঙ্গেই।
এর আগে, সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায় বৃদ্ধা লাল বড়ু একটি ছোট মুরগির খোপের মতো স্থানে বসবাস করছেন। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর দেশজুড়ে তৈরি হয় তীব্র প্রতিক্রিয়া। ছেলে-মেয়েদের অবহেলায় তিনি মানবেতর জীবন কাটাচ্ছেন এমন অভিযোগে নিন্দার ঝড় ওঠে সর্বত্র। যা নিয়ে গণমাধ্যমে একটি সংবাদ প্রকাশিত হয়।
সংবাদ প্রকাশের পর বিষয়টি নজরে আসে প্রশাসন, রাজনৈতিক ব্যক্তিত্ব এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের। পরে তাদের সহায়তায় লাল বড়ের জীবনমান কিছুটা উন্নত হয়। স্থানীয় জনপ্রতিনিধি ও সাধারণ মানুষের সহানুভূতিতেই তিনি শেষ জীবনে খানিকটা স্বস্তি ফিরে পান।
পরিবার সূত্রে জানা গেছে, আজ মাগরিবের নামাজের পর পটুয়াখালী সদরের বড় জামে মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হবে। পরে পটুয়াখালী মুসলিম কবরস্থানে দাফন সম্পন্ন হবে।
এইচকেআর
