বরিশাল উত্তর জেলা যুবদল নেতা পিকলুর নেতৃত্বে বিক্ষোভ মিছিল


বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটুক্তি ও সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং ষড়যন্ত্রমূলকভাবে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বরিশাল উত্তর জেলা যুবদলের আহবায়ক সালাউদ্দিন পিকলুর নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মেহেন্দিগঞ্জ উপজেলা থেকে একটি লঞ্চ বহরে হাজারও নেতাকর্মীদের সাথে নিয়ে বৃহস্পতিবার (১৭ জুলাই) বেলা সাড়ে ১১ টার দিকে বরিশাল জিলা স্কুলের সামনে থেকে শুরু করে বিক্ষোভ মিছিলটি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
এসময় উত্তর জেলা যুবদলের সদস্য সচিব গোলাম মোর্সেদ মাসুদ, সিনিয়র যুগ্ম আহবায়ক সাইদুল আলম সেন্টু, যুগ্ম আহবায়ক সুজন, গফুর ও উপজেলা পৌর আহবায়ক সদস্য সচিবগণ উপস্থিত ছিলেন।
মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে সালাউদ্দিন পিকলু বলেন, বিভিন্ন গুপ্ত সংগঠনের পতন স্বৈরাচার শেখ হাসিনার মত অনিবার্য, দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও ন্যায়ের সমাজ নির্মাণে দেশনায়ক তারেক রহমানের নির্দেশে আমরা রাজপথে আছি, থাকব। এই দেশ গঠনে যুবদল সর্বদা আপসহীন ও অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে।
এইচকেআর
