ঢাকা বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫

Motobad news

বরিশালে পাঁচ ফার্মেসিসহ ৬ প্রতিষ্ঠানকে জরিমানা

বরিশালে পাঁচ ফার্মেসিসহ ৬ প্রতিষ্ঠানকে জরিমানা
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরিশালে মেয়াদোত্তীর্ণ ওষুধ ও ফিজিশিয়ান স্যাম্পল বিক্রয় করার অপরাধে পাঁচ ফার্মেসিসহ ৬ প্রতিষ্ঠানের মালিককে ৭৮ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার  (১৭ জুলাই) বেলা সাড়ে ১১ টা থেকে বিকেল পর্যন্ত  নগরীর জেলখানার মোড়, হাসপাতাল রোড ও নথুল্লাবাদ এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর বরিশাল বিভাগীয় কার্যালয়।

অভিযান পরিচালনা করেন অধিদফতরের বরিশাল বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক অপূর্ব অধিকারী, সহকারী পরিচালক সুমি রানী মিত্র এবং ইন্দ্রানী দাস। 

এ সময় মেয়াদোত্তীর্ণ ওষুধ, ফিজিশিয়ান স্যাম্পল ও অননুমোদিত ওষুধ বিক্রি করায় জেলখানার মোড় বিষ্ণু প্রিয়া ফার্মেসি মালিককে ৪০ হাজার টাকা, ব্রাইট ফার্মেসি মালিককে ২৫ হাজার টাকা, নথুল্লাবাদ এলাকার গাজী ফার্মেসি মালিককে ৪ হাজার টাকা, রহিমা জব্বার মেডিকেল হলকে ৩ হাজার টাকা,  হাসপাতাল রোডের বেষ্ট ফার্মেসি মালিককে ৪ হাজার টাকা এবং মেয়াদোত্তীর্ণ পণ্য ব্যবহার করায় নতুন বাজারের রোজ মেরি বিউটি পার্লারকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

অপূর্ব অধিকারী জানান, মেয়াদোত্তীর্ণ ওষুধ, ফিজিশিয়ান স্যাম্পল ও অননুমোদিত ওষুধ বিক্রয় করার অপরাধে পাঁচ ওষুধ ফার্মেসিসহ ৬টি প্রতিষ্ঠানকে ৭৮হাজার টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে বাঅভিযান অব্যাহত থাকবে বলে এ কর্মকর্তা জানান। 

অভিযান পরিচালনায় সহযোগিতা করেন ১০ এপিবিএন বরিশাল এর একটি দল। 
 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন