ঢাকা মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫

Motobad news
মাইলস্টোন কলেজের শিক্ষক

ছুটির পর বাচ্চাদের ক্লাসরুম থেকে বের করছিলাম, হঠাৎ আগুনে ঝলসে যাই

ছুটির পর বাচ্চাদের ক্লাসরুম থেকে বের করছিলাম, হঠাৎ আগুনে ঝলসে যাই
আহত শিক্ষার্থীকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হচ্ছে/ ছবি- সংগৃহীত 
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

রাজধানীর উত্তরার মাইলস্টোন কলেজে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় বহু হতাহতের আশংকা করা হচ্ছে। আহতদের উদ্ধার করে নেওয়া হচ্ছে বিভিন্ন হাসপাতালে।

মাইলস্টোন কলেজের এক শিক্ষক বলেন, কিছু বুঝে ওঠার আগেই বিমানে আগুন ধরে যায়। এতে অনেক শিক্ষার্থীর শরীর ঝলসে গেছে।

সোমবার (২১ জুলাই) বিকেলে গণমাধ্যমকে এসব কথা বলেন তিনি।

দুর্ঘটনায় ওই শিক্ষক নিজেও আহত হয়েছেন। হাসপাতালে চিকিৎসারত অবস্থায় তিনি বলেন, তখন ক্লাস শেষ হয়েছে, ছুটিও হয়ে গেছে। আমরা ছুটির সময় বাচ্চাদের লাইনে দাঁড় করিয়ে ক্লাসরুম থেকে বের করি। ঠিক সেই সময় এ দুর্ঘটনা ঘটে।

মাইলস্টোন কলেজের এ শিক্ষক আরও বলেন, কিছু বুঝে ওঠার আগেই দেখি আগুন। একটা আগুনের গোলা আমার শরীরে এসে লাগলো, হাত-মুখ সঙ্গে সঙ্গে পুড়ে গেছে। অনেককে দেখেছি শরীরের পুরো কাপড় পুড়ে গেছে। অনেকে হাতাহত হয়েছেন।

দুর্ঘটনার কিছুক্ষণের মধ্যে উদ্ধার কার্যক্রম শুরু হয় বলেও জানান তিনি।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন