ঢাকা সোমবার, ২১ জুলাই ২০২৫

Motobad news

উড্ডয়নের ১২ মিনিটেই মাইলস্টোন স্কুলে আছড়ে পড়ে প্রশিক্ষণ বিমান

 উড্ডয়নের ১২ মিনিটেই মাইলস্টোন স্কুলে আছড়ে পড়ে প্রশিক্ষণ বিমান
মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের এক ভবনে বিধ্বস্ত হয় বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান/ ছবি সংগৃহীত
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হয়েছে বিমানবাহিনীর এফ-৭ বিজেআই প্রশিক্ষণ বিমান। উড্ডয়নের ১২ মিনিটের মাথায় বিধ্বস্ত হয় প্রশিক্ষণ বিমানটি।

সোমবার (২১ জুলাই) আইএসপিআর জানায়, প্রশিক্ষণ বিমানটি দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়ন করে এবং ১টা ১৮ মিনিটে মাইলস্টোন স্কুলের একটি ভবনে গিয়ে বিধ্বস্ত হয়।


আইএসপিআরের তথ্যমতে, এ দুর্ঘটনায় এখন পর্যন্ত ১৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে, আহত হয়েছেন ১৬৪ জন। আহত ও নিহতরা রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। তবে ফায়ার সার্ভিস ১৯ জন নিহতের তথ্য জানিয়েছে। এ ঘটনায় আগামীকাল মঙ্গলবার একদিনের রাষ্ট্রীয় শোক পালন করা হবে।


 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন