মাহতাবের পর চলে গেলো মাহিয়াও, নিহত বেড়ে ৩১


ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় সপ্তম শ্রেণির শিক্ষার্থী মাহতাব ভূঁইয়ার (১৪) পর চলে গেলো একই শ্রেণির শিক্ষার্থী মোছা. মাহিয়াও (১৫)।
বৃহস্পতিবার (২৪ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তার মৃত্যু হয়। এ নিয়ে বিমান বিধ্বস্তের ঘটনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৩১ জনে।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) বিকেল সাড়ে ৪টার দিকে তার মৃত্যু হয়। তার শরীরের ৫০ শতাংশ দগ্ধ ছিল। এ নিয়ে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন মোট ১৩ জনের মৃত্যু হলো।
এইচকেআর
