বাবুগঞ্জে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপন


"প্রযুক্তি নির্ভর যুবশক্তি বহুপাক্ষিক অগ্ৰগতি" এ প্রতিপাদ্য বিষয় সামনে রেখে বাবুগঞ্জে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপিত হয়েছে।
দিবসটি উপলক্ষে ১২ আগস্ট মঙ্গলবার সকাল ১০ টায় বাবুগঞ্জ উপজেলা চত্বরের শোভাযাত্রা করা হয়।
শোভাযাত্রা শেষে হলরুমে উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবসে আলোচনা সভা ও যুব ঋণের চেক বিতরণ করা হয়েছে।
বাবুগঞ্জ উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবদুর রহমান স্বর্ণমতের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা নিবার্হী অফিসার ফারুক আহমেদ ।
দিবসটি উপলক্ষে ৯ জন যুব উদ্যোক্তাকে ৯লক্ষ যুব ঋণের চেক বিতরণ, প্রশিক্ষণ সনদ, সফল আত্মকর্মী ও সফল যুব সংগঠকদের মধ্যে ক্রেস্ট প্রদান করা হয়েছে।
উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. ইসমাইল হোসেনের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন বাবুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সুবাস সরকার, উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা প্রদীপ কুমার সরকার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মিজানুর রহমান, বাবুগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ মো. জহিরুল আলম। বিমানবন্দর প্রেসক্লাবের সভাপতি আরিফ আহমেদ মুন্না, বাবুগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক সাইফুল রহিম,যুব উদ্যোক্তা আতিক আল আমিন।
এইচকেআর
