ঢাকা বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫

Motobad news
শিরোনাম
এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ

বরিশাল বোর্ডে পাশের হার ৬২ দশমিক ৫৭ শতাংশ

বরিশাল বোর্ডে পাশের হার ৬২ দশমিক ৫৭ শতাংশ
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

সারাদেশের ন্যায় বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের চলতি বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। 

আজ বৃহস্পতিবার সকালে শিক্ষাবোর্ড আয়োজিত ফলাফল প্রকাশ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর মোঃ ইউনুস আলী সিদ্দিকী।

সভাপতির বক্তৃতায় চেয়ারম্যান জানান, চলতি বছর বরিশাল বিভাগে উচ্চমাধ্যমিক পরীক্ষায় ৬১ হাজার ৪৮১ জন শিক্ষার্থীর মধ্যে ৫৯ হাজার ২৩৯ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীর মধ্যে উত্তীর্ণের সংখ্যা ৩৭ হাজার ৬৬ জন। তিনি জানান, বরিশাল বিভাগে শতকরা পাশের হার ৬২ দশমিক ৫৭ শতাংশ। পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৬৭৪ জন। বিভাগের ২টি কলেজে শতভাগ পরীক্ষার্থী পাশ করলেও ১২ টি কলেজে একজনও পাশ করেনি বলেও তিনি জানান।

ফলাফল প্রকাশ অনুষ্ঠানে সাংবাদিকের এক প্রশ্নের জবাবে চেয়ারম্যান বলেন, গত বছরের তুলনায় পাশের হার কিছুটা কমেছে। আমরা সরকারি নির্দেশনা অনুযায়ী গুণগত শিক্ষা নিশ্চিত করতে যথাযথভাবে খাতা মূল্যায়ন করেছি। যার যতটুকু প্রাপ্য তাকে ততটুকু নম্বর দেওয়া হয়েছে। গুণগত শিক্ষা নিশ্চিত করতে খাতা মূল্যায়নে কোন প্রকার আপোষ করা হয়নি। এসময় ফলাফলে মেয়ে শিক্ষার্থীদের এগিয়ে যাওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, মেয়ে শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে উপস্থিতির হার ছেলেদের তুলনায় বেশি৷ মেয়েরা পড়ার টেবিলে বেশি সময় দেয়। যার ফলে মেয়ে শিক্ষার্থীদের সফলতার হার দিনদিন বেড়ে যাচ্ছে।

উপ-পরীক্ষা নিয়ন্ত্রক ড. মোঃ কামরুজ্জামান কামালের সঞ্চালনায় ফলাফল প্রকাশ অনুষ্ঠানে শিক্ষাবোর্ডের সচিব মোঃ আবদুস সালাম, পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর জিএম শহীদুল ইসলাম, কলেজ পরিদর্শক প্রফেসর ড. মোঃ জসিম উদ্দীন, বিদ্যালয় পরিদর্শক প্রফেসর মো: রফিকুল ইসলাম, সিস্টেম এনালিস্ট এফ.এম শহীদুজ্জামানসহ শিক্ষাবোর্ডের কর্মকর্তা-কর্মচারী ও গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ