হিজলায় ১৯ দিনের ব্যবধানে আগুনে দুই ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই


বরিশাল জেলার হিজলা উপজেলার ছয়গাঁও বাজারে ১৯ দিনের ব্যবধানে আগুনে পুড়ে দুই ব্যবসায়ীক প্রতিষ্ঠান ছাই হয়ে গেছে।
বুধবার (১৫ অক্টোবর) গভীর রাতে এ ঘটনা ঘটে। এতে ব্যবসায়ী জাহের মল্লিক হোটেল এবং নাসির জমদ্দার ফল ও ভ্যারাইটিজ দোকানের মালামাল পুড়ে ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে।
তবে অগ্নিকাণ্ডের সূত্রপাতের বিষয়ে জানাতে পারেনি ভুক্তভোগী ব্যবসায়ীরা। পরে উপজেলা নির্বাহী অফিসার মো. ইলিয়াস সিকদার ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ঘটনাস্থলে ছুটে এসে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী প্রতিষ্ঠান দুটি পরিদর্শন করেন। এসময় তাদের পুর্নবাসনের জন্য সরকারের পক্ষ থেকে সহযোগীতা করা হবে বলে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের আশ্বাস দেন উপজেলা নির্বাহী অফিসার মো. ইলিয়াস সিকদার।
বাজার সভাপতি আ. মান্নান বেপারি বলেন ১৯ দিন পূর্বে ৫টি দোকান আগুনে পুড়ে গেছে। সবশেষ গত বুধবার রাতে দোকান দুটি পুড়ে গেছে। বাজার ব্যবসায়ী ও স্থানীয় লোকজন দ্রুত ছুটে এসে আগুন নিভিয়ে ফেলেন। তা না হলে আরও দোকানের ক্য়ক্ষতি হতে পারতো।
তিনি আরো বলেন ব্যবসায়ীদের পক্ষ থেকে এ সকল দুর্ঘটনা রোধে পানি সরবরাহ করতে একটি গভীর নলকূপ ও মটারসহ যাবতীয় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের সরকারের প্রতি অনুরোধ জানিয়েছেন তিনি।
এইচকেআর
