উজিরপরে ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে সাংগঠনিক সভা


বরিশাল জেলার উজিরপুর পৌরসভা ৫নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে রাষ্ট্র সংস্কারে ৩১ দফা বাস্তবায়নে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও বরিশাল-২ আসন (উজিরপুর-বানারীপাড়া) বিএনপির ধানের শীষ প্রতীকের মনোনয়ন প্রত্যাশী এস সরফুদ্দিন আহমেদ সান্টুর নির্দেশনায় পৌর বিএনপির ৫নম্বর ওয়ার্ডের উদ্যোগে শনিবার সন্ধ্যায় উপজেলার রাখাল তলা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সাংগঠনিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. চান্দু মোল্লার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি মো. শহিদুল ইসলাম খান, সাধারণ সম্পাদক মো. রোকনুজ্জামান টুলু, সাংগঠনিক সম্পাদক মো. সোহেল হাওলাদার, সহ-সভাপতি নজরুল ইসলাম, মো. মামুন সিকদার, মো. ফারুক হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. মোস্তফা জামান সুমন বালী, ৮নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি শামীম ভুইয়া, ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. সবুর হাওলাদার প্রমুখ।
এসময় পৌর বিএনপির সভাপতি মো. শহিদুল ইসলাম খান অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে বিভিন্ন দিক নির্দেশনা মূলক আলোচনা করেন।
এইচকেআর
