উজিরপুর সাবেক উপজেলা চেয়ারম্যান ইকবাল গ্রেফতার


বরিশাল জেলার উজিরপুর উপজেলার আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান হাফিজুর রহমান ইকবালকে দুর্নীতি ও নারী কেলেঙ্কারির অভিযোগে গ্রেপ্তার করেছে পুলিশ।
সুত্রে জানা যায় হাফিজুর রহমান ইকবালকে ১৬ অক্টোবর রাতে অভিযান চালিয়ে দিনাজপুর সীমান্ত এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী।
তার বিরুদ্ধে দুর্নীতি, চাঁদাবাজি, সামাজিক অস্থিরতা সৃষ্টি ও নারী কেলেঙ্কারিসহ একাধিক অভিযোগ রয়েছে।
এছাড়া তার বিরুদ্ধে উন্নয়নের নামে সরকারি অর্থ আত্মসাৎ, বিভিন্ন প্রকল্পে অনিয়মসহ একাধিক অভিযোগ রয়েছে। দীর্ঘদিন পলাতক থাকার পর অবশেষে তাকে আইনশৃঙ্খলা বাহিনী গ্রেফতার করেছে।
এইচকেআর
