ঝালকাঠিতে বাসন্ডা নদী থেকে সবজি বিক্রেতার মরদেহ উদ্ধার

ঝালকাঠি নিখোঁজের ২ দিন পর দুলাল খান (৬২) নামে এক সবজি বিক্রেতার ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার সকালে শহরের পালবাড়ি এলাকায় বাসন্ডা নদীতে তার মরদেহ উদ্ধার হয়। নিহত দুলাল খান সদর উপজেলার কালিআন্দার গ্রামের মৃত কালু খানের ছেলে।
পুলিশ জানিয়েছে, সকালে নদীতে মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা খবর দেয়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়। দুদিন আগে নৌকায় করে সবজি নিয়ে বাড়ি থেকে রওনা করে দুলাল নিখোঁজ হন বলে তার পরিবার জানিয়েছে।
এ ঘটনায় আইনি ব্যবস্থা নেয়া হবে বলে জানান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামন।
এইচকেআর