উজিরপুরে সাংবাদিকদের সাথে হাতপাখা প্রার্থীর মতবিনিময়

উজিরপুরে কর্মরত সাংবাদিকদের সাথে ইসলামী আন্দোলন বাংলাদেশের বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনের হাতপাখা মার্কার সংসদ সদস্য প্রার্থী মাওলানা মুহাম্মাদ নেছার উদ্দিন কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন।
সোমবার দুপুর ১২ টায় উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বরিশাল জেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা শাখাওয়াত হোসেন, উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি মাওলানা মো. শাহে আলম, সেক্রেটারি মাওলানা মো. আব্দুল হক, সাংগঠনিক সম্পাদক মো. রাকিব হাসান, পৌর ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি মুফতি আব্দুল আজিজ, উপজেলা যুব আন্দোলন বাংলাদেশের সভাপতি মাওলানা ডিএম আল-আমিনসহ গণমাধ্যম কর্মীরা।
সভায় সংসদ সদস্য প্রার্থী মাওলানা মুহাম্মাদ নেছার উদ্দিন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হওয়ার লক্ষ্যে সাংবাদিকদের বস্তুনিষ্ট সংবাদ প্রকাশ করার আহবান জানিয়েছেন।