ঢাকা শনিবার, ০৩ জানুয়ারী ২০২৬

Motobad news

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ড. কামাল হোসেন

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ড. কামাল হোসেন
বাংলাদেশের সংবিধানের অন্যতম প্রণেতা ও গণফোরামের প্রতিষ্ঠাতা ড. কামাল হোসেন।ছবি সংগৃহীত 
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

গণফোরামের প্রতিষ্ঠাতা ও বাংলাদেশের সংবিধানের অন্যতম প্রণেতা ড. কামাল হোসেন গুরুতর অসুস্থ।

গণফোরামের সাধারণ সম্পাদক মিজানুর রহমান গণমাধ্যমকে  জানান, শুক্রবার (২ জানুয়ারি) দুপুরে তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনি জানান, গত বুধবার সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজা অংশ নেন। দীর্ঘ সময় বাইরে থাকায় তিনি অসুস্থ হয়ে পড়েন।

গণফোরাম সাধারণ সম্পাদক জানান, তার শারীরিক দুর্বলতা এবং ফুসফুসে সমস্যা, নিউমোনিয়া ধরা পড়েছে। শরীর খুবই দুর্বল।

দেশবাসীর কাছে ড. কামাল হোসেনের জন্য দোয়া চেয়েছেন মিজানুর রহমান।

১৯৭২ সালে বাংলাদেশের সংবিধান প্রণয়ন কমিটির প্রধান ছিলেন ড. কামাল হোসেন।

তিনি বিশিষ্ট আইনজীবী ও সংবিধান বিশেষজ্ঞ।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন