ঢাকা মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬

Motobad news

মঠবাড়িয়ায় অবৈধ ইটভাটাকে এক লাখ টাকা জরিমানা

মঠবাড়িয়ায় অবৈধ ইটভাটাকে এক লাখ টাকা জরিমানা
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

পিরোজপুরের মঠবাড়িয়ায় অবৈধ ইটভাটা পরিচালনার অভিযোগে মেসার্স মক্কা ব্রিক্স মালিককে ১ লাখ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় একই সাথে প্রস্তুত করা কাঁচা ইট বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেয়া হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও মঠবাড়িয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রাইসুল ইসলাম মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে উপজেলার সাপলেজা ইউনিয়নের ভাইজোড়া গ্রামে বলেশ্বর নদীর তীরবর্তী মক্কা ব্রিক্সে এ অভিযান পরিচালনা করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাইসুল ইসলাম জানান, অবৈধ ইটভাটা পরিচালনার অভিযোগে ভাটা মালিক মো. ইউসুফ মুন্সি কে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ এর আওতায় ১ লাখ টাকা অর্থদণ্ড একই সাথে অবৈধ ইট গুঁড়িয়ে দেয়া হয়। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে। 

স্থানীয়রা জানান, ওই ইট বাটা মালিক নদী দখল করে মাটি কেটে দীর্ঘদিন ধরে ইটভাটা করে আসছিল। তার বিরুদ্ধে অন্যের জমি দখল করার অভিযোগ রয়েছে। 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন