ঢাকা শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬

Motobad news

বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের দ্বি-বার্ষিক সাধারণ সভা ও কমিটি গঠন

বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের দ্বি-বার্ষিক সাধারণ সভা ও কমিটি গঠন
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। ২৩ জানুয়ারি বেলা ১১টায় রায়পাশা-কড়াপুরে নিসর্গ পার্কে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আযাদ আলাউদ্দীন।

প্রধান অতিথি ছিলেন- বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওবায়দুর রহমান শাহীন। বিশেষ অতিথি ছিলেন- খুলনা মোট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি রাশিদুল ইসলাম।

ইউনিয়নের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান হীরার সঞ্চালনায় অনুষ্ঠিত দ্বি-বার্ষিক সাধারণ সভায় সংগঠনকে আরও শক্তিশালী করণের পাশাপাশি পেশাদার সাংবাদিকদের অধিকার আদায়, নির্যাতিত সাংবাদিকদের পাশে দাঁড়ানো এবং সাংবাদিকতার মনোন্নয়নসহ নানা বিষয় উঠে আসে অতিথিবৃন্দের আলোচনায়।

এদিকে সভার একাংশে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং জেলা সাংবাদিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক আরিফিন তুষারের রুহের মাগফেরাত কামনায় দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।

পরে বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের বিগত দুই বছরের বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন সাধারণ সম্পাদক হাফিজুর রহমান হীরা। এছাড়া আয়-ব্যায়ের হিসাব উপস্থাপন করেন কোষাধ্যক্ষ মাসুদ তালুকদরা।

সাধারণ সভার দ্বিতীয় অধিবেশনে জেলা সাংবাদিক ইউনিয়নের নতুন কমিটি নির্বাচিত করা হয়। এসময় প্রধান নির্বাচন কমিশনার খান রুবেল, নির্বাচন কমিশনার সাহিন সুমন ও ফাহিম ফিরোজের প্রস্তাবনা অনুযায়ী সদস্যদের কন্ঠ ভোটে বর্তমান কমিটিকে আরও দুই বছরের জন্য নির্বাচিত করা হয়।

এদিকে দ্বি-বার্ষিক সাধারণ সভা শেষে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রতিযোগিতা ও র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। বর্ণাঢ্য এই আয়োজন ঘিরে প্রাণবন্ত হয়ে উঠেন জেলা সাংবাদিক ইউনিয়নের সদস্যরা।
 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন