ঢাকা শনিবার, ০৮ নভেম্বর ২০২৫

Motobad news

 বাজারে বিক্রি হচ্ছে অপরিপক্ব লেবু

 বাজারে বিক্রি হচ্ছে অপরিপক্ব লেবু
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

লেবুর চাহিদা বেড়েছে কয়েক গুণ । করোনা ভাইরাস, মাহে-রমজান ও গরমে লে্বুর চাহিদার বাড়ায় অতিরিক্ত লাভের আসায় বেশির ভাগই অপরিপক্ব লেবুর বিক্রি করা হচ্ছে। এতে কৃষক ও ব্যবসায়ীরা লাভবান হলেও ক্ষতিগ্রস্ত হচ্ছেন ক্রেতা। ফেব্রুয়ারি ও মার্চে বৃষ্টি না হওয়ায় এবার লেবুর ফলন কম বলে দাবি কৃষকদের। তাই চাহিদা মেটাতে অপরিপক্ব লেবুই বিক্রি করছেন তারা।

লেবুবাগানে চলছে গাছ থেকে লেবু নামানোর উৎসব। বরিশালের বাজারে এলাচি, কাগজি ও কলম্বো লেবুর বেশি দেখা যায়। বেশি দামের আশায় অনেকে অপরিপক্ব লেবুই গাছ থেকে নামাচ্ছেন কৃষক। করোনায়  মানুষের কপালে ভাঁজ থাকলেও লেবু চাষিরা হচ্ছেন লাভবান।

লেবু বাছাই, গণনা ও পরিষ্কারের কাজে বাড়ির পুরুষের পাশাপাশি ব্যস্ত পরিবারের শিশু ও নারীরাও।

তিনজনের হাত ঘুরে ভোক্তার কাছে পৌঁছানোতে আড়তদার ও খুচরা বিক্রেতারাই বেশি লাভবান হচ্ছে বলে দাবি স্থানীয় ব্যবসায়ীদের।


টিএইচএ/
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন