ঢাকা বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫

Motobad news

মনপুরায় মৎস্য সপ্তাহ উপলক্ষে মতবিনিময় 

 মনপুরায় মৎস্য সপ্তাহ উপলক্ষে মতবিনিময় 
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে ভোলার মনপুরায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছে জাতীয় মৎস্য উৎযাপন কমিটি। শনিবার বেলা ১১ টায় উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।  সভায় উপজেলা মৎস্য কর্মকর্তা আবদুল গাফফারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. শামীম মিঞা। 

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসক্লাব সভাপতি মো. আলমগীর হোসেন, সম্পাদক অহিদুর রহমান, সাবেক সম্পাদক ও ইত্তেফাক সংবাদদাতা মো. ছালাহউদ্দিন, সাংগঠনিক সম্পাদক ও দৈনিক যুগান্তর ও এশিয়ান টিভি প্রতিনিধি আবদুল্লাহ জুয়েল, সদস্য ও আমার সংবাদ প্রতিনিধি নজরুল ইসলাম মামুন, সাংবাদিক মো. নেছার আহমেদ, মিজানুর রহমান ও মো. রাকিব। 

মতবিনিময় সভায় মনপুরা উপকূলের মেঘনায় ইলিশ উৎপাদনের ওপর গুরুত্ব আরোপ করা হয়। এছাড়াও মেঘনায় অবৈধ জাল দিয়ে মাছ শিকার বন্ধ করতে আইনি ব্যবস্থা নেওয়ার জোর দাবী জানানো হয়।
 


এইচেকআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন