চারদিনে ব্যবধানে শিল্পপতি নজরুল ইসলাম বাদল ও তার বোন শিউলীর করোনায় মৃত্যু


মহামারি করোনা অনেক হৃদয় বিদারক ঘটনার সৃষ্টি করছে। বাবা-মায়ের সামনে থেকে সন্তানকে কেড়ে নেয়া আবার সন্তানের সামনে থেকে বাবা-মাকে কেড়ে নেয়ার একাধিক ঘটনাই ঘটেছে। এবার তেমন আরও একটি হৃদয় বিদারক ঘটনার সৃষ্টি করেছে করোনা মহামারি। করোনায় ছোট বোনের মৃত্যুর চারদিন না যেতেই বড় ভাইকে কেড়ে নিয়েছে প্রাণঘাতি এই ভাইরাস।
রাজধানীর দুটি বেসরকারি হাসপাতালে দুই ভাই-বোনের মৃত্যু হয় (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। এই ঘটনায় পরিবার-পরিজন, বন্ধু মহল এবং ব্যবসায়ী মহল ও এলাকাবাসীর মধ্যে শোকের ছাঁয়া নেমে এসেছে। মৃত্যু হওয়া দুজনেরই জন্মস্থান বরগুনা জেলায়। তারা হলেন- বরগুনার কৃতি সন্তান বিশিষ্ট চিকিৎসক নুরুল হক চাঁদসী’র বড় ছেলে রাজধানীর বনানীর বিশিষ্ট শিল্পপতি নজরুল ইসলাম বাদল ও তার ছোট বোন ডালিয়া সুলতানা শিউলী।
করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ছোট বোন ডালিয়া সুলতানা শিউলী’র মৃত্যুর দুদিন পরে একই ভাইরাসে আক্রান্ত হয়ে গত মঙ্গলবার রাত সাড়ে ১১টায় দুনিয়ার মায়া কাটিয়ে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগহ করেন বড়ভাই শিল্পপতি নজরুল ইসলাম বাদল।
নুরুল হক চাঁদসী ডাক্তারের তিন ছেলে এবং পাঁচ কণ্যা সন্তানের মধ্যে নজরুল ইসলাম বাদল ছিলেন ভাইদের মধ্যে বড় ও ডালিয়া সুলতানা শিউলী ছিলেন ভাই-বোনদের মধ্যে ৭ম সন্তান।
বনানীর আই.ট্রেড সেন্টার, চাদশী মেডিকেল সেন্টার, আততীন রেস্টুরেন্টসহ দেশে এবং বিদেশে অনেক ব্যবসা প্রতিষ্ঠানের মালিক ছিলেন।
তিনি শুধু একজন ব্যবসায়ীই নন, ছিলেন বিশিষ্ট সমাজ সেবক এবং শিল্পপতি। তার হাত ধরে আত্মীয়-স্বজন ও নিজ এলাকা গৌরনদী এবং বরগুনার বহু লোকের দেশে এবং বিদেশে কর্মসংস্থান হয়েছে। অত্যন্ত সদালাপি, হাস্যজ্জল এবং পরোপকারী নজরুল ইসলাম বাদল ও তার বোনের মৃত্যুর খবরে ব্যবসায়ীক অঙ্গন, বন্ধু মহল এবং স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
এদিকে, শিল্পপতি নজরুল ইসলাম বাদলের দীর্ঘ দিনের ঘনিষ্ঠজন বিশিষ্ট ব্যবসায়ী ডা. আরিফুল রহমান নিজের ফেসবুক পোষ্টে নজরুল ইসলাম বাদলের অনেক স্মৃতি কথা তুলে ধরেছেন। যা পড়ে অনেকটা আবেগ আপ্লুত হয়ে পড়েন ফেসবুক ব্যবহারকারী নজরুল ইসলাম বাদলের ঘনিষ্টজনেরা।
এইচকেআর
