ঢাকা শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫

Motobad news
শিরোনাম

শিল্পপতি নজরুল ইসলাম বাদল ও তার বোনের মৃত্যুতে ডা. আরিফুর রহমানের আবেগঘন স্ট্যাটাস

শিল্পপতি নজরুল ইসলাম বাদল ও তার বোনের মৃত্যুতে ডা. আরিফুর রহমানের আবেগঘন স্ট্যাটাস
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরিশালের গৌরনদী উপজেলার একটি গ্রামের নাম চাঁদসী। প্রায় ১শ বছর আগে সেই গ্রামে বসবাস করতেন পদ্ম বিশ্বাস। সে সময় তিনি মানবদেহের কাটা-ছিঁড়া, পচা ও চুলকানির ক্ষত চিকিৎসা করতেন নিজের উদ্ভাবিত ওষুধের মাধ্যমে। সেই থেকে চিকিৎসা শাস্ত্রে চাঁদসী একটি চিকিৎসা পদ্ধতি হিসেবে পরিচিতি লাভ করে। পদ্ম বিশ্বাসের কাছ থেকে দীক্ষা নিয়ে সেই ঐতিহ্য বজায় রেখে বরিশাল অঞ্চলে ‘ডাক্তার নুরুল হক চাঁদসী’ ক্ষত চিকিৎসা চালু রাখেন, এতে তার আসল নামের সাথে চাঁদসী যুক্ত হয়ে গিয়েছিলো।

ডেকুবিটাস আলসার যেমন বেড সোর জাতীয় (সে সময়ে) অনিরাময় যোগ্য ক্ষত সারিয়ে তুলতে চাঁদসী চিকিৎসা কেন্দ্রের নাম পঞ্চাশ-ষাটের দশকে পুরো বাংলাদেশে খ্যাতি লাভ করে। যতদূর জানতে পেরেছি খাঁটি মধু সাথে স্থানীয় হারবস ছিলো এই ক্ষত চিকিৎসার মূল উপাদান।

মক্কার কিং ফয়সাল হাসপাতালে ঢাকা মেডিক্যালের গ্রাজুয়েট সার্জারির অধ্যাপক ডাক্তার আবু তাহের এফআরসিএস উৎ. সড়যধসসবফ ঞধযবৎ খাঁটি মধু দিয়ে ওপেন আলসার চিকিৎসার গবেষণা চালিয়েছেন। এটি এখন মক্কার হাসপাতালের স্ট্যান্ডার্ড চিকিৎসা প্রটোকল।

মরহুম ডাক্তার নুরুল হক চাঁদসী'র সবচেয়ে ছোট মেয়ের নাম ডালিয়া সুলতানা শিউলী। বারডেমে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন গত পরশু। তার বাংলাদেশের ডাক্তারদের রোগীদের সাথে কম কথা বলার দুঃখজনক অভিজ্ঞতা নিয়ে আমি একটি পোস্ট লিখেছিলাম। ওর ভাই প্রিন্স জানালো এবারেও ডাক্তারদের সাথে তার কথা হয়নি কারণ হাসপাতালে ঢোকার কিছু পরেই শিউলি কোমায় চলে যান, আর ফিরে আসেননি। মরহুমার স্বামী ও সন্তানের জন্যে রইলো সমবেদনা।

মাত্র কদিন আগে ২৫ মার্চ শিউলি তার পোস্টে লিখেছিলেন “হয় তো এই ঘুমই শেষ ঘুম! মহান আল্লাহতায়ালা আর রুহ ফিরিয়ে নাও দিতে পারেন। রাব্বুল আলামিন মহান। সবার উপর আল্লাহতায়ালার রহমতের ছায়া থাকুক, আমিন।”

মরার আগেই হয়তো কোমায় চলে যাবার পদধ্বনি শুনতে পেয়েছিলেন ডালিয়া, কিন্তু বুঝতে পারেননি মৃত্যু আসছে। তাই অবচেতন মন তাকে দিয়ে এই কথাগুলি লিখিয়েছে হয়তো। আল্লাহ রাব্বুল আলামীন বলেন, “মিনহা খালাকনাকুম, ওয়া ফীহা নুঈদুকুম, ওয়া মিনহা নুখরিজুকুম, ত্বারাতান উখরা" অর্থাৎ, "তোমাকে মাটি থেকে সৃষ্টি করা হয়েছে। আর তোমাকে মাটিতে রাখা হচ্ছে। এবং তোমাকে এই মাটি থেকে পুনরায় তোলা হবে।” সূরা ত্বোয়া হা আয়াত ৫৫।

আল্লাহ ডালিয়াকে তার ডানহাতে আমলনামা দিয়ে কেয়ামতের মাঠের মাটি থেকে উঠাক এই দোয়া করি। আল্লাহ তার গুনাহ মাফ করে জান্নাতুল ফেরদৌসের ঝর্ণার কাছে আবাসন দিক, এই দোয়া করি।

দ্বিতীয় পোস্টঃ

মাত্র দুদিন আগে বরগুনার চাঁদসী চিকিৎসক পরিবারের কন্যা ডালিয়া সুলতানা শিউলির মৃত্যুর খবর দিয়েছিলাম। এই মাত্র খবর পেলাম, শিউলীর বড়ো ভাই নজরুল ইসলাম বাদল কোভিড আক্রান্ত হয়ে এভারকেয়ার হাসপাতালের আইসিইউতে ইন্তেকাল করেছেন। মরহুম নজরুল অনেক বছর যাবৎ আমার সাথে ছোট ভাইয়ের মতো সম্পর্ক বজায় রেখেছেন।

ঢাকায় ও কুয়ালালামপুরে সৌদি অথেন্টিক টেস্টের শর্মা ও মান্দীর রেস্টুরেন্ট "আত তিন" ছিলো বাদলের স্বপ্নের প্রচেষ্টার ফসল। এত কম বয়সে তার এত চমকে দেয়ার মতো মৃত্যু কারো কাম্য ছিলোনা। তবুও আল্লাহর নির্ধারিত সময়ে আল্লাহর কাছে সবারই ফিরে যেতে হবে।

বেদনার বিষয় হলো, বড় ভাই মরার আগে জানেনি যে তার ছোটবোন মরে গেছেন। তাকে ইচ্ছে করে জানানো হয়নি, অথচ সে রোজই জানতে চাইতো, শিউলি কেমন আছে?

প্রথম রমজানের রাতে চলে যাওয়া বাদলকে আল্লাহ ক্ষমা করুন, রহম করুন, বেহেস্ত নসীব করুন।
 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ