ঢাকা বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫

Motobad news

ক্যানসার জয়ীদের ম্যাচ উৎসর্গ করছে বিসিবি

ক্যানসার জয়ীদের ম্যাচ উৎসর্গ করছে বিসিবি
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে মাঠে নামবে বাংলাদেশ। এই ম্যাচটি মরণব্যাধি ক্যানসার জয়ীদের উৎসর্গ করতে চলেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) রাতে বিষয়টি জানিয়েছে দেশের ক্রিকেটের সর্বোচ্চ সংস্থার পক্ষ থেকে।


বিসিবি মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম জানিয়েছেন, বাংলাদেশ ক্যানসার এইড ট্রাস্টের (বিএএনসিএটি) সঙ্গে সমন্বয় করে এমন সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেট বোর্ড।

বুধবার (১ সেপ্টেম্বর) প্রথম ম্যাচে দাপুটে জয় তুলেছে লাল-সবুজরা। নিউজিল্যান্ডকে পাত্তাই দেয়নি টাইগাররা। কিউদের মাত্র ৬০ রানে অলআউট করে দেয়ার পর ৩০ বল বাকি থাকতে ৩ উইকেট হারিয়ে ম্যাচ জিতে নেয় মাহমুদুল্লাহ রিয়াদের দল।

দ্বিতীয় টি-টোয়েন্টিতে জয় তুলে এগিয়ে যেতে চাইবে স্বাগতিকরা। অন্যদিকে ঘুরে দাঁড়ানোর মানসিকতা নিয়ে মাঠে নামবে সফরকারী নিউজিল্যান্ড।

শুক্রবার (৩ সেপ্টেম্বর) মিরপুর হোম অব ক্রিকেট থেকে ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি), গাজী টেলিভিশন (জিটিভি) ও টি-স্পোর্টস। অনলাইনে র‌্যাবিটহোল বিডির ইউটিউব চ্যানেলেও দেখা যাবে ম্যাচটি।


এমবি
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন