ঢাকা বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫

Motobad news
শিরোনাম
  • বরিশাল-৩ আসনে বিএনপির দোয়া মোনাজাত অনুষ্ঠানে দলীয় মনোনয়ন পরিবর্তনের দাবিতে বিক্ষোভ   বরিশালে সাবেক ছাত্রমৈত্রী নেতা সাব্বির আহমেদ ইর‍ানের ‍‍ইন্তেকাল বরিশ‍ালে মহান বিজয় দিবসে ছাত্রদল নেতা তরিকুল ইসলাম তারেক’র নেতৃত্বে শোভাযাত্রা  খালেদা জিয়া ও তারেক রহমানের প্রধান নিরাপত্তা কর্মকর্তার দায়িত্বে  বাড্ডায় ‘লং মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন’ কর্মসূচিতে পুলিশের বাধা নির্বাচনে এমপি প্রার্থীদের অস্ত্রের লাইসেন্স দিতে নীতিমালা জারি চলছে ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’, গ্রেফতার হাজারের বেশি আমি ক্ষমতাকে প্রশ্ন করতে চাই, রাজনৈতিক বাধা আমাকে থামাতে পারবে না স্বরাষ্ট্র উপদেষ্টার পাশে দাঁড়িয়েই তার পদত্যাগ চাইলেন সাদিক কায়েম সোমবার এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে পাঠানো হবে হাদিকে
  • বরিশাল-৩ আসনে বিএনপির দোয়া মোনাজাত অনুষ্ঠানে দলীয় মনোনয়ন পরিবর্তনের দাবিতে বিক্ষোভ  

    বরিশাল-৩ আসনে বিএনপির দোয়া মোনাজাত অনুষ্ঠানে দলীয় মনোনয়ন পরিবর্তনের দাবিতে বিক্ষোভ  
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও ইনকিলাব মঞ্চের শরীফ ওসমান হাদির রোগমুক্তি কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। 

    বুধবার (১৭ ডিসেম্বর) দুপুর ১২ টায় বরিশাল-৩ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশি আব্দুস ছাত্তার খানের আয়োজনে তার পৌর এলাকার বাসভবন চত্বরে দোয়ার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 

    অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উত্তর জেলা বিএনপির ১ নম্বর সদস্য মনোনয়ন প্রত্যাশি আব্দুস ছাত্তার খান। ‍ তিনি বলেন, দেশ নেত্রী সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়া আজ অসুস্থ্য অবস্থায় হাসপাতালে রয়েছেন। আমরা তার দ্রুত সুস্থ্যতা কামনা করছি। পাশাপাশি ইনকিলাব মঞ্চ এর মুখপাত্র ওসমান হাদির উপর নেক্কার জনক হামলার তীব্র নিন্দা ও দ্রুত আরোগ্য কামনা করছি। 

    ছাত্তার খান বলেন,  দেশ আজ এক সংকট কাল অতিক্রম করছে। আমরা দেশ মাতা সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়া ও তারুন্যের অহংকার তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ থেকে সকল ষড়যন্ত্র মোকাবেলা করে বিএনপির বিজয় নিশ্চিত করবো।

    আমরা ঐক্যবদ্ধ হয়ে যেমনি ভাবে ফেসিবাদ বিতারিত করেছি তেমনি আগামিতে ঐক্যবদ্ধ থেকে ফেসিস্টের দোষড়দের সকল ষড়যন্ত্রের মোকাবেলা করবো।  পরে দুপুর ২ টায় বরিশাল ৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী জনবিচ্ছিন্ন এ্যডভোকেট জয়নুল আবেদীনের প্রার্থীতা বাতিল চেয়ে বিক্ষোভ করেছে। 

    ‍এর আগে  মুলাদী উপজেলা পৌর সভার সামনে বরিশাল ৩ আসনের মুলাদী ও বাবুগঞ্জ উপজেলায় বিএনপির জনবিচ্ছিন্ন নেতাকে দল থেকে মনোনয়ন দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে প্রতিপক্ষের আব্দুস ছাত্তার খান গ্রুপ।

    বুধবার বেলা ১১ টায়  উপজেলার পৌর সভার সামনে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় বিক্ষোভ কারীরা বলেন, দলীয় সিদ্ধান্ত সঠিক হয়নি। দল যাকে মনোনয়ন দিয়েছে তিনি জনবিচ্ছিন্ন। জনতার সাথে তার সম্পৃক্ততা নেই। দলের এই সিদ্ধান্ত বাতিল করে আব্দুস ছাত্তার খান কে মননয়ন দেওয়ার দাবী করেন বিক্ষোভ কারীরা।

    উপজেলার তেরোচর এলাকার খান বাড়ীর জামে মসজিদ মাঠ প্রাঙ্গনে মুলাদী উপজেলা ও পৌর বিএনপি, অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজিত দোয়া-মোনাজাত অনুষ্ঠানে বাবুগঞ্জ- মুলাদী ৩ আসনের বিএনপির একাংশের নেতাকর্মী মনোনয়ন বাতির দাবি জানিয়েছেন। 

    দোয়া-মোনাজাত ও মনোনয়ন বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিলে বাবুগঞ্জ-মুলাদী বিএনপির প্রায় ৫ হাজার নেতাকর্মীরা অংশ গ্রহন করেন।   অংশগ্রহণকারীরা বর্তমান মনোনয়ন পরিবর্তন করে বিএনপির নেতা আব্দুস ছত্তার খানকে ওই আসনে ধানের শীষের প্রার্থী ঘোষণার আহ্বান জানান।

    মুলাদীতে পৌর বিএনপির সাবেক সভাপতি আব্দুর রব খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উত্তর জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক, উত্তর জেলা বিএনপির এক নম্বর সদস্য  আব্দুস ছাত্তার খান।

    এছাড়াও উপস্থিত ছিলেন  বরিশাল ওলামা দলের উত্তর এর সভাপতি  অধক্ষ মাওলানা গিয়াস উদ্দিন, উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আবেদুর রহমান শরিফ সহ বাবুগঞ্জ-মুলাদী বিএনপি সহ অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা।   

    উল্লেখ্য, বরিশাল -৩ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ছিলেন সেলিমা রহমান ছাড়াও দলের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদীন এবং উত্তর জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আ. সত্তার খান।  প্রথম দফায় বরিশাল জেলার ছয়টি আসনের মধ্যে বরিশাল-৩ আসনের প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি। পরে গত ৪ ডিসেম্বর দ্বিতীয় দফায় এই আসনে বিএনপির প্রার্থী হিসেবে অ্যাডভোকেট জয়নুল আবেদীনের নাম ঘোষণা করা হয়। এতে মনোনয়ন বঞ্চিত সেলিমা রহমানের অনুসারী নেতা-কর্মীদের মধ্যে চরম ক্ষোভ দেখা দেয়। 

    এরই ধারাবাহিকতায় জয়নুল আবেদীনের মনোনয়ন বাতিল করে সেলিমা রহমানকে বরিশাল-৩ আসনে বিএনপির প্রার্থী করার দাবিতে মশাল মিছিল, বিক্ষোভ মিছিল সহ নানা কর্মসূচি পালন করেন নেতাকর্মীরা। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ