ঢাকা বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫

Motobad news

বাংলাদেশ জলসীমায় মাছ ধরার সময় ১৩ ভারতীয় জেলে আটক

বাংলাদেশ জলসীমায় মাছ ধরার সময় ১৩ ভারতীয় জেলে আটক
ছবি : সংগৃহীত
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বঙ্গোপসাগরের বাংলাদেশ জলসীমায় অনুপ্রবেশ করে অবৈধভাবে মাছ আহরণের সময় একটি ভারতীয় মাছ ধরার ট্রলারসহ ১৩ জেলেকে আটক করেছে মোংলা কোস্টগার্ড।

বৃহস্পতিবার কোস্টগার্ডের জাহাজ ‘স্বাধীন বাংলা’ মোংলা ফেয়ারওয়ে বয় থেকে ১৭ নটিক্যাল মাইল উত্তর পশ্চিমে জলসীমানায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় ভারতীয় 'পিতা মাতার আশির্বাদ- ১২' ট্রলারটি জব্দ করা হয়েছে।

শুক্রবার দুপুরে কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আমিরুল হক এসব তথ্য জানান।
গণমাধ্যমকে তিনি বলেন, কোস্টগার্ডের জাহাজ স্বাধীন বাংলা সমুদ্রে টহলরত অবস্থায় বাংলাদেশের জলসীমায় একটি বিদেশি মাছ ধরার ট্রলারকে অবৈধভাবে মাছ ধরতে দেখতে পায়। ট্রলারটি কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে টহলরত জাহাজ তাদের ধাওয়া করে। এক পর্যায়ে মোংলা ফেয়ারওয়ে বয় থেকে ১৭ নটিক্যাল মাইল উত্তর পশ্চিমে বাংলাদেশের জলসীমানা থেকে ট্রলারসহ ১৩ জেলেকে আটক করা হয়।

তিনি আরও বলেন, জব্দ করা ট্রলার ও আটক ১৩ ভারতীয় জেলের বিষয়ে আইনানুগ ব্যবস্থা নিতে তাদের মোংলা থানায় হস্তান্তর পক্রিয়া চলমান রয়েছে।


এইচেকআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন