ঢাকা শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫

Motobad news
শিরোনাম

শহরে নিরবে সৌন্দর্য্য বিলাচ্ছে কৃষ্ণচূড়া

শহরে নিরবে সৌন্দর্য্য বিলাচ্ছে কৃষ্ণচূড়া
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বৈশাখের আকাশে ফুটন্ত সূর্য, রোদ্দুরে তপ্ত প্রকৃতি, হঠাৎ হঠাৎ মৃদু গরম হওয়া। করোনার থাবায় ভয়ার্ত শহর লকডাউনের খপ্পরে। জনমানুষ শূন্য পথঘাট। জনজীবনে শঙ্কা-উৎকণ্ঠা থাকলে প্রকৃতি চলছে তার আপন মহিমায়। ফুলে-মুকুলে সেজেছে তার চিরচেনা রূপে। পঞ্জিকা অনুসারে প্রকৃতিতে এখন গ্রীষ্মকাল। এ ঋতুতে কখনও কালবৈশাখীর রুদ্র তাণ্ডব, কখনও রোদের খড়তাপ।

তবে রুক্ষ গ্রীষ্মেও প্রকৃতি সাজে বাহারি ফুলে। যে ফুল কেড়ে নেয় পথিকের মন। তাই গাছে গাছে ফুটেছে রক্তিম লাল কৃষ্ণচূড়া। এবার করোনার মন খারাপ সময়ে নিরবে সৌন্দর্য্য বিলাচ্ছে কৃষ্ণচূড়া। ঝলমলে রঙের খেলা আর কখনো কখনো বাতাসে সোঁদা গন্ধে আপন ছন্দ তুলে ধরেছে প্রকৃতি।


 


টিএইচএ/
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ