ঢাকা বুধবার, ১২ নভেম্বর ২০২৫

Motobad news
শিরোনাম
  • বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. জে ডে খানের সাথে মজিবর রহমান সরোয়ারের সৌজন্য সাক্ষাৎ  বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ডের মহাসচিব নুরুল হুদা ফয়েজীর ইন্তেকাল যারা জুলাই বিপ্লব মানবেন না, তাদের জন্য ২৬ সালে কোনো নির্বাচন নাই আগৈলঝাড়ায় প্রতারণা মামলায় পিতা-পুত্র গ্রেফতার দৌলতখানে একসেলারেটেড এডুকেশন মডেল বাস্তবায়নের অভিজ্ঞতা বিনিময় সভা  চরফ্যাশন লঞ্চঘাটে অতিরিক্ত টোল আদায়, যাত্রীদের ক্ষোভ ৫ দফা দাবিতে পায়ে হেঁটে ঢাকার উদ্দেশ্য লংমার্চে শিক্ষার্থীরা  আইনজীবীদের নিয়ে কটূক্তি, সাবেক এমপি ফরহাদের বিরুদ্ধে মামলা  কাউখালীতে ইউপি সদস্য গ্রেফতার ৩ বরিশালে ট্রলারের ধাক্কায় ব্রিজ ভেঙে খালে, যোগাযোগ বিচ্ছিন্ন
  • উজিরপুরে প্রতিবন্ধীর টাকা আত্মসাত!

    উজিরপুরে প্রতিবন্ধীর টাকা আত্মসাত!
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের উজিরপুরে জমি বিক্রির নামে প্রতিবন্ধী পরিবারের দেড় লক্ষাধকি টাকা আত্মসাতের  অভিযোগ পাওয়া গেছে । ভূক্তভোগী পরিবার সুত্রে জানা যায় উপজলোর শোলক ইউনিয়নের পূর্ব ধামুরা গ্রামের মৃত জয়নাল আবেদীন সরদারের ছেলে প্রতিবন্ধী আঃ ছত্তার সরদার (৫৫) এর নিকট থেকে তিন বছর পূর্বে বসতবাড়ীর ৫ শতাংশ জমি বিক্রির কথা বলে একই এলাকার মন্নান রাঢ়ী ও তার ভাতিজা কবির রাঢ়ী মিলে ১ লক্ষ ৬৬ হাজার টাকা হাতিয়ে নেয়।

    লেনদেনের সময় সাক্ষী হিসাবে  উপস্থিত ছিলেন  স্থানীয় দুলাল হাওলাদার, আবুল বাশার হাওলাদার, জামাল সিকদার, আবুবক্কর হাওলাদার, ফারুক সরদার। ওই প্রভাবশালীরা অসহায় পরিবারের কাছ থেকে জমি বিক্রির কথা বলে টাকা হাতিয়ে নিয়ে উল্টো বিভিন্ন ভয়ভীতি ও হুমকি দিচ্ছে। 

    এ ব্যাপারে ভূক্তভোগী প্রতিবন্ধী ছত্তার সরদার সাংবাদিকদের কাছে বলেন আমি প্রতিবন্ধী হওয়ায় হাটতে চলতে পারি না এবং ইচ্ছা থাকলেও  কোন কাজর্কম করতে পারছি না। আমার স্ত্রী, ৩ ছেলে, ৩ মেয়েকে  নিয়ে খেয়ে না খেয়ে কোনরকম বেঁচে আছি। আমার কোন জমি জমা ও বসবাসের ঘর নেই। আমার ছেলে মেয়েদের নিয়ে ছোট্ট একটি ঝুপড়ি ঘরে কোনরকম বাস করছি। তাই একটু মাথা গোজার ঠাইয়ের জন্য মানুষের কাছে হাত পেতে ও আমার প্রতিবন্ধী ভাতার টাকা খেয়ে না খেয়ে দীর্ঘদিন ধরে সঞ্চয় করে বড় সখ করে ঘর উঠানোর জন্য কিছু জমি কেনার আশায় মন্নান রাঢ়ী ও কবির রাঢ়ীকে দিয়েছি। কিন্তু ওই প্রতারকরা আমার অসহায়ত্ত্বের সুযোগ নিয়ে আমাকে জমির দলিল করে না দিয়ে তালবাহানা করছে। এ নিয়ে ইউনিয়ন পরিষদে লিখিতভাবে অভিযোগ দিয়েও লাভ হয়নি। তারা ক্ষমতার দাপটে আইনকানুন মানছে না। আমার শেষ সম্বল গচ্ছিত টাকা জমি বিক্রির কথা বলে প্রতারকরা কেড়ে নিয়ে আমাকে পথের ভিখারী  করেছে। 

    অভিযুক্ত মন্নান রাঢ়ীর মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। উজিরপুর মডেল থানার  অফিসার আলী আর্শাদ জানান লিখিত  অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থ গ্রহন করা হবে। 
     

     

     

     

    সৈয়দ জাহিদ আলম /এইচকেআর


    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ