বরিশালের শ্রেষ্ঠ এএসআই আসাদুল

বরিশালের গৌরনদী মডেল থানার এএসআই আসাদুল ইসলাম জেলার শ্রেষ্ঠ এএসআই নির্বাচিত হয়েছেন। এনিয়ে এএসআই আসাদুল ইসলাম চলতি বছরে তিনবার শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন।
সোমবার জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা শেষে আসাদুল ইসলামের হাতে শ্রেষ্ঠ এএসআই’র ক্রেষ্ট প্রদান করেন পুলিশ সুপার মো. মারুফ হোসেন (পিপিএম)।
এসময় উপস্থিত ছিলেন গৌরনদী মডেল থানার ওসি মো. আফজাল হোসেনসহ অন্যান্যরা। মঙ্গলবার দুপুরে পুরস্কারপ্রাপ্ত এএসআই আসাদুল ইসলাম জানান, মাদক উদ্ধার ও ওয়ারেন্ট তামিলসহ বিষয়ের আলোকে তাকে শ্রেষ্ঠ এএসআই নির্বাচিত করা হয়। এ পুরস্কার কর্মক্ষেত্রে তাকে সবসময় প্রেরনা যোগাবে বলেও তিনি উল্লেখ করেন।
গিয়াস উদ্দিন/এইচকেআর